এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পরীক্ষা ছাড়াই প্রকাশিত হল পরীক্ষার ফল, এবার গোল বাঁধছে কলেজে ভর্তি নিয়ে

পরীক্ষা ছাড়াই প্রকাশিত হল পরীক্ষার ফল, এবার গোল বাঁধছে কলেজে ভর্তি নিয়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবছর পরীক্ষা ছাড়াই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু এবার সমস্যা তৈরি হয়েছে কলেজে ভর্তি নিয়ে। এদিকে, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবছর কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। এই পরিস্থিতিতে কীভাবে ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে? তা নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন ও মতান্তর। আগামী ২ রা আগস্ট থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া। কিভাবে ভর্তি নেয়া হবে? তা নিয়ে শুরু হয়েছে নানা মতান্তর। এক্ষেত্রে এক-একটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি করাতে ইচ্ছুক।

এ প্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানিয়েছেন যে, কোন প্রক্রিয়ায় কলেজে ভর্তি করানো হবে? সে বিষয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। প্রসঙ্গত, পূর্বে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রাজ্য সরকারের নির্দেশের ফলে তা সম্ভব হচ্ছে না। আবার, লেডি ব্রেবোর্ন কলেজ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফলকে গুরুত্ব দিয়ে ভর্তি নেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মৌলানা আজাদ কলেজ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভর্তির ক্ষেত্রে ৫০ শতাংশ মাধ্যমিক ও ৫০ শতাংশ উচ্চ মাধ্যমিকের ফলাফলের ওপর গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে অবশেষে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ফলাফলের ওপর গুরুত্ব দিয়ে মেধাতালিকা তৈরি করা হবে।
আবার, নিউ আলিপুর কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উচ্চমাধ্যমিকের সর্বাধিক নম্বর পাওয়া চারটি বিষয়ের মোট নম্বরের সঙ্গে যে বিষয়ে অনার্স এর জন্য আবেদন করা হবে, সে বিষয়ের নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে।

কিন্তু সবচেয়ে বেশি সমস্যা বেঁধেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে। প্রবেশিকা পরীক্ষা বন্ধের নির্দেশ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ইতিমধ্যেই চিঠি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবেশিকা পরীক্ষা বন্ধের যে নির্দেশ দেয়া হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের স্বাধীকার ভঙ্গের সামিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, ভর্তির জন্য পড়ুয়ার প্রাপ্ত নম্বর কে ৮০% গুরুত্ব দেয়া হোক। দশম শ্রেণীর নম্বরকেও এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া যেতে পারে।

অবশিষ্ট কুড়ি শতাংশ নম্বর অনলাইনে বা টেলিফোনের দ্বারা গ্রুপ ডিসকাশন করে অথবা ইন্টারভিউর মাধ্যমে বিচার করা হোক।
আবার, যাদবপুর বিশ্ববিদ্যালয় কলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের স্বাধীকারকে গুরুত্ব দেয়া হোক। ভর্তি কমিটির সুপারিশ মেনে ভর্তির নির্দিষ্ট পদ্ধতি তৈরি করা হোক। উচ্চ শিক্ষা দপ্তরের কাছে বিষয়টির বিবেচনার সুপারিশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এভাবেই প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় কলেজের ছাত্র ভর্তি নিয়ে যথেষ্ট সমস্যা তৈরি হয়েছে। কি করে স্নাতকে ভর্তি নেয়া হবে? তা নিয়ে উঠে এসেছে নানা প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!