এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে বিশেষ পদক্ষেপ দিলীপ ঘোষের, তৃণমূলের উপর চাপ বৃদ্ধির অভিনব কৌশল

ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে বিশেষ পদক্ষেপ দিলীপ ঘোষের, তৃণমূলের উপর চাপ বৃদ্ধির অভিনব কৌশল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে বারবার ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীদের বারবার আক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। মারধর, ভাঙচুর, লুটতরাজ, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে বিজেপির কর্মী-সমর্থকদের। বিজেপির অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর দলের প্রায় ৫০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। যদিও তৃণমূল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এবার ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার বদলে দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ফেসবুকের প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে যে, একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে আছেন দিলীপ ঘোষ। যেখানে লেখা রয়েছে, “রাজনৈতিক সন্ত্রাস মুক্ত বাংলা চাই।” প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসার বিরুদ্ধে অভিযোগ, ধর্ণা, বিক্ষোভ মিছিলে বারবার অংশগ্রহণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একের পর এক প্রতিবাদ জানিয়েছেন তিনি। এবার তৃণমূলের উপরে রাজনৈতিক চাপ বাড়াতেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবার, ইতিমধ্যে ভোট-পরবর্তী হিংসায় তৃণমূলের অস্বস্তি বহুগুণে বাড়িয়ে দিয়েছে আদালতে পেশ করা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট। এই রিপোর্টে রাজ্য সরকারকে সমালোচনা করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৬ সে জুলাই এর মধ্যে এ বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে। আগামী ২৮ তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের শ্রদ্ধা জানাতে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর এই পরিস্থিতিতে নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার বদলে দিয়ে তৃণমূলের উপর একদিকে চাপ সৃষ্টি ও অন্যদিকে ভোট পরবর্তী হিংসার তীব্র প্রতিবাদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!