আরেক তৃণমূল সাংসদের রাজনৈতিক ইনিংস ‘শেষ’ নিয়ে গুঞ্জন জাতীয় বিশেষ খবর রাজ্য December 7, 2017 কিছুদিন আগেই বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে নিয়ে গুঞ্জন উঠেছিল যে তাঁর রাজনৈতিক ইনিংস বোধহয় শেষের পথে। আর তাই বীরভূমের রাজনৈতিক যোগাযোগে তাঁকে না দেখা গেলেও যাত্রার মঞ্চে প্রবলভাবে দেখা যাচ্ছে। যদিও সে জল্পনা উড়িয়ে দিয়েছিলেন শতাব্দী রায় নিজেই, তিনি দাবি করেছিলেন যাত্রা করছেন অভিনয়ের ভালোবাসার জন্য, কিন্তু তিনি রাজনৈতিক উপস্থিতিতে আছেন প্রবলভাবেই। আর এবার শতাব্দী রায়ের পর তীব্র গুঞ্জন উঠল শাসকদলের আরেক অভিনেত্রী সাংসদ মুনমুন সেনকে ঘিরে। এমনিতেই অভিযোগ স্থানীয় রাজনীতিতে সময় দেওয়ার থেকে দিল্লিতে থাকতেই বেশি ভালোবাসেন বাঁকুড়ার সাংসদ। এমনকি বাঁকুড়া যখন তীব্র বন্যায় ভেসে যাচ্ছে, তখনো দিল্লিতে জরুরি অধিবেশন চলছে বলে তিনি আসেননি তাঁর সাংসদ এলাকায়। ফলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল বাঁকুড়ার স্থানীয় মানুষের মনে। আর এবার খবর তিনি আবার পা রাখতে চলেছেন শুটিং ফ্লোরে। সূত্রের খবর ঈপ্সিতা রায় সরকার ও রাজেশ দত্ত পরিচালিত ‘আবার বসন্ত বিলাপ’-এ বিজনেস টাইকুনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ফলে রাজনৈতিক মহলে গুঞ্জন তীব্রতর হয়েছে ২০১৯ এ কি আর টিকিট পাচ্ছেন না তিনি, আর তাই ফিরে যেতে চলেছেন তাঁর অভিনয় জগতে? যদিও এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। আপনার মতামত জানান -