এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী’ বললেন রাজ্যের এক মন্ত্রী

‘মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী’ বললেন রাজ্যের এক মন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বললেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিন পূর্বস্থলীর ১ নম্বর ব্লকে ১৭তম খালবিল চুনোপুঁটি উৎসব অনুষ্ঠিত হয়। সরখানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।মালায়বাবু ছাড়াও রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক ও স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন সভায় ব্রক্তিটা রাখতে গিয়ে মালায়বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে সম্মোধন করেন,তিনি বলেন বাংলার রূপকার বিধানচন্দ্র রায় বাংলাকে সাজানোর জন্য সময় পেয়েছিলেন ১১ বছর। কিন্তু, আমাদের মুখ্যমন্ত্রী বিপুল ঋণের বোঝা নিয়ে মাত্র ছয় বছরে যেভাবে বাংলাকে সাজিয়ে তুলছেন তাতে তাঁকেই ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলা যেতে পারে। এদিন অরূপবাবুও মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রসংসা করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো, জল ভরো প্রকল্পে মাছের উৎপাদন বাড়াতে দুই লাখ খালবিল সংস্কার করার ঘোষণা করেছেন। আমরা বলতে চাই, রাজ্যে যেভাবে মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ শুরু হয়েছে তাতে আগামী এক বছরের মধ্যেই মাছ উৎপাদনে বাংলা স্বয়ম্ভর হয়ে উঠবে। আর খালবিল উৎসবের ফলে পূর্বস্থলী পর্যটন শিল্প স্থায়ীভাবে নবদ্বীপের পরেই জায়গা করে নেবে। ফলে বাড়বে কর্মসংস্থানের সুযোগও। খালবিলকে রক্ষা করে চুনোমাছ থেকে অন্য মাছকে বাঁচিয়ে তোলার উদ্যোগকে মুখ্যমন্ত্রীও সাধুবাদ জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!