এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার কোপে পড়তে চলেছেন সৌগত? ক্ষমতা ভোগের পালা শেষ, জোর কটাক্ষ বিজেপির!

মমতার কোপে পড়তে চলেছেন সৌগত? ক্ষমতা ভোগের পালা শেষ, জোর কটাক্ষ বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যতই সামনে থেকে তৃণমূল দলের নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের রাশ পুরোপুরি তিনি তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। তাই দলে কারা টিকিট পাবে, কারা গুরুত্বপূর্ণ পদে থাকবেন, তার সবটাই ভাইপো এবং তার বাহিনী মিলেই ঠিক করছে। বিরোধীদের বক্তব্য অবশ্য তেমনটাই। আর এই পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে যারা বর্তমান সাংসদ রয়েছেন, তাদের মধ্যে অনেকেই টিকিট নাও পেতে পারেন। অনেকের টিকিট বাদ যেতে পারে বয়সের কারণে। আর সেই তালিকাতেই কি রয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগাত রায়? এদিন তার মন্তব্যের পরেই একটা আশঙ্কা ঘনীভূত হয়েছে তার ঘনিষ্ঠদের মধ্যে। অনেকেই বলছেন, সৌগতবাবুর কাছে খবর চলে গিয়েছে যে, তাকে এবার টিকিট দেওয়া হবে না। আর সেই কারণেই তিনি এই ধরনের মন্তব্য করলেন। কিন্তু কি এমন বললেন সেই তৃণমূল সাংসদ? যা নিয়ে এত চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে।

প্রসঙ্গত, এদিন একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে আগামী লোকসভা নির্বাচনে তাকে টিকিট দেওয়া নিয়ে একটি মন্তব্য করেন সৌগত রায়। তিনি বলেন, “আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন, দাদা এবার আপনি কি ভোটে দাঁড়াবেন? আমি বলছি, দল যদি টিকিট দেয়, তাহলে লড়ব। আর যদি দল টিকিট না দেয়, তাহলে দলের বিরোধিতা করব না।” একাংশের মতে, সৌগতবাবু ভাইপোর লবির লোক নন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির লোক। তাই তাকে এবার টিকিট না দেওয়ার সম্ভাবনা ক্রমশ প্রকট হয়ে উঠছে। আর তার জায়গায় নতুন কেউ টিকিট পেতে পারে, এটা সৌগতবাবুর কাছেও নিঃসন্দেহে খবর রয়েছে। সেই কারণেই টিকিট দেওয়া, না দেওয়ার একটা সম্ভাবনার কথা তার মুখ থেকে শোনা গেল। তাছাড়া তিনি তৃণমূল দলের এত বড় নেতা, ফলে টিকিট পাবেন না কেন! কেন সেই সংশয় রয়েছে তার মধ্যে? তাহলে একটা ভয়, একটা রাজনৈতিক অস্তিত্ব সংকটের আবহ তার মনে গেঁথে বসেছে। আর তাই তিনি এই ধরনের কথা বলছেন বলেই মত একাংশের।

ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের দাবি, সৌগতবাবু নিজের দলকে এখন ভয় দেখানোর চেষ্টা করছে। এই বয়সেও তিনি ক্ষমতা ভোগ করার এক অদ্ভুত লিপ্সায় মেতে রয়েছেন। তার কাছে খবর রয়েছে, তিনি টিকিট পাবেন না। যার কারণে দলের বিরোধিতা করব না বলে দলকে হালকা হলেও চাপে রাখার চেষ্টা করছেন। তবে নিজের দলের কাছে তিনি নিজেই অস্তিত্ব সংকটে পড়ে রয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে এমনিতেই তৃণমূল রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তার মধ্যে এই সৌগতবাবুর মত নেতারা দলকে বিপাকে ফেলতে এখন থেকেই চেষ্টা করবেন। মুখে তারা যাই বলুন, টিকিট না পেলে এই স্বার্থান্বেষী রাজনৈতিক ব্যক্তিত্বরা ঠিক থাকতে পারবেন না বলেই কটাক্ষ গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের আরও কয়েক মাস দেরি রয়েছে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের অনেকেই চিন্তিত, কিভাবে টিকিট পাওয়া যায়। তাই সকলেই এখন ভাইপোকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন। বর্ষীয়ান সাংসদ সৌগত রায় সেদিক থেকে হয়ত অনেক পেছনের তালিকায় রয়েছেন। একেই বয়সের ভার, তার ওপরে ঠিকমতো ওপরতলার নেতাদের সন্তুষ্ট না করতে পারার জন্য তাকে এবার টিকিট দেওয়া হবে না, এটা তিনি নিশ্চিতভাবেই বুঝে গিয়েছেন। তাই দলীয় আনুগত্যের প্রমাণ এখন থেকেই দেওয়ার মরিয়া চেষ্টা করলেন এই বর্ষিয়ান সাংসদ। এসব করে লোকসভার টিকিটটা যাতে আনা যায়, তার জন্যই দলঅন্তঃ প্রাণ ভাব দেখানোর চেষ্টা করছেন সৌগতবাবু। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!