ছেলেবেলা থেকে কিভাবে অন্যকে অনুপ্রাণিত করতেন নরেন্দ্র মোদী এবার ফুটে উঠবে পর্দায় জাতীয় July 25, 2018 এবার রূপালী পর্দায় আসছেন নরেন্দ্র মোদী। তবে মোদীর জীবনী নয়, তাঁর ছোটবেলার ওপরেই আলো ফেলেছেন পরিচালক। ছবিতে দেখা যেবে প্রধানমন্ত্রীর ছোট বেলা থেকে বেড়ে ওঠার অজানা অধ্যায়। অল্প দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে এই নিয়ে পরিচালক মঙ্গেশ হড়ওয়ালের তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘চলো জিতে হ্যায়’। পরিচালক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর লেখা বই ‘সামাজিক সমরাষ্ট্র’ পড়েই তাঁকে নিয়ে ছবি করার ইচ্ছে জন্মায়। এই বইটিই ছবি তৈরির ক্ষেত্রে অনুপ্রেরণার কাজ করেছে। বইয়ে আছে ১১ বছর বয়েসে নরেন্দ্র মোদীর নাটক লেখার গল্প। শুধু তাই নয়, সেই নাটক পরিচালনা, মঞ্চস্থ এবং অভিনয় সব কিছুতেই তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছিলেন। নাটকের বিষয়বস্তু ছিল, একজন দলিত মা কীভাবে তাঁর অসুস্থ ছেলের জীবন বাঁচানোর চেষ্টা করেন সেই লড়াইয়ের কাহিনী। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে এভাবেই গুজরাটের ভাদনগরে বড় হয়ে ওঠা নরেন্দ্র মোদীর ছোটবেলার নানা টুকরো মুহূর্তের কথা উঠে এসেছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। পরিচালক মঙ্গেশ হড়ওয়াল পরিচালিত হিন্দি ছবি ‘দেখ ইন্ডিয়ান সার্কাস’ চারটি জাতীয় পুরস্কার পেয়েছিল। সেই পরিচালক নিজের সদ্য মুক্তি প্রাপ্ত ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী। জানা গেছে, আগামী ২৯ শে জুলাই থেকে ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্ম হটস্টারে দেখা যাবে । তবে সবার প্রথম ৩২ মিনিট সময়ের এই ছবিটি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজের বাসভবনে দেখবেন। এই ছবিটি পরিচালক বললেন, “মোদিজিকে ছবিতে দেখাচ্ছি ভেবে ছবি তৈরি করিনি। এখানে নরুই (ছবিতে নরেন্দ্র মোদীর নাম) সব। মানুষ হিসেবে বাঁচার আসল কারণ ও উদ্দেশ্যই এখানে তুলে ধরা হবে।” এই ছবি তৈরীর জন্যে তিনি যে রীতিমতো গবেষণা করেছেন সে কথাও জানালেন পরিচালক। এমনকি নরেন্দ্র মোদী এবং তাঁর পরিবারের সংস্কৃতি বিষয়ে সম্যক ধারণা লাভ করতে বেশ কিছু গুজরাটি ছবিও তিনি দেখেছেন। আপনার মতামত জানান -