এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি নেত্রীর বিরুদ্ধে কাটমানি গ্রহণের অভিযোগ, তীব্র শোরগোল রাজনীতিমহলে

বিজেপি নেত্রীর বিরুদ্ধে কাটমানি গ্রহণের অভিযোগ, তীব্র শোরগোল রাজনীতিমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুর্নীতি ইস্যুতে বারবার তৃণমূলকে বিদ্ধ করেছে বিজেপি সহ একাধিক বিরোধীদল। তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার কাটমানি সহ অন্যান্য আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এবার বিজেপি নেত্রীর বিরুদ্ধে কাটমানি গ্রহনের বিস্ফোরক অভিযোগ উঠে এলো। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের ১ নং ব্লকের কুশিদা গ্ৰাম পঞ্চায়েত এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্রভাবে সরব রাজ্যের শাসক দল তৃণমূল। তবে, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, মালদহ জেলার হরিশচন্দ্রপুরের ১ নং ব্লকের কুশিদা গ্ৰাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দা দিপালী মন্ডল ঘর তৈরীর জন্য আবেদন করেছিলেন। ঘর তৈরিতে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল তাঁকে। তার মধ্যে ৩০ হাজার টাকাই নিয়ে নিয়েছেন বিজেপির সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্য। এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দা দিপালী মন্ডল ও তাঁর ছেলে বাদল মন্ডল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্লক তৃণমূল সভাপতি জানালেন যে, ভারতীয় জঞ্জাল পার্টির কাছে কাটমানি ছাড়া অন্য কোনো ইস্যু নেই। বিজেপির মানুষকে প্রতারিত করে।তবে, বিজেপি শিবিরের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা দিপালী মন্ডল। এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য।

তাঁর স্বামী এ প্রসঙ্গে জানিয়েছেন যে, এটি সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। যদি তিনি টাকা নিয়ে থাকেন, তবে দল যা শাস্তি দেবে তা তিনি মাথা পেতে নেবেন, বলে জানিয়েছেন। আবার, এই ঘটনা সম্পর্কে বিজেপির সংশ্লিষ্ট মন্ডল সভাপতি জানিয়েছেন যে, তাঁর বিরুদ্ধে এই দোষারোপ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তিনি জানিয়েছেন, যারা এই অভিযোগ করেছেন, বা যারা তাঁকে দোষী সাব্যস্ত করেছেন, তাদেরকে অভিযোগের প্রমাণ দিতে হবে। মৌখিক কথা গ্রহণযোগ্য নয়। অভিযোগ প্রমাণসাপেক্ষ। তাদের অভিযোগ সত্য বলে যদি প্রমাণিত হয়, তবে তার ব্যবস্থা গ্রহণ করবে দল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!