এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনের হাত ধরে এবার ভারতের জায়গা দখলের হুঙ্কার ছাড়ছে নেপালও! ক্রমশ চাপ বাড়ছে কেন্দ্র সরকারের?

চীনের হাত ধরে এবার ভারতের জায়গা দখলের হুঙ্কার ছাড়ছে নেপালও! ক্রমশ চাপ বাড়ছে কেন্দ্র সরকারের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ নেপালের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে বলে মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত ভারত এবং নেপাল প্রতিবেশী দেশ হিসেবে যথেষ্ট সুসম্পর্ক বজায় রেখেছিল নিজেদের মধ্যে। কিন্তু গালওয়ান সীমান্তে চীন এবং ভারতের যে আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি হয়, তারপর থেকেই নেপাল অন্যরূপ ধরেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে নেপাল ভারতের বেশ কিছু এলাকা নিজেদের এলাকা বলে দাবি তুলে বারংবার সংঘাতের রাস্তায় এগিয়ে আসছে।

উপরন্তু সম্প্রতি নেপাল তাঁদের দেশের নতুন মানচিত্র তৈরি করে ভারতের বেশ কিছু জায়গা নিজেদের বলে দাবি করে নিজেদের মানচিত্রে জায়গা করে দিয়েছে। সেই মানচিত্র নেপালের স্কুলের পাঠ্য বইতেও দেখা যাচ্ছে। আগেই ভারতের কালাপানিকে নিজেদের বলে দাবি করেছে নেপাল। এবার উত্তরাখণ্ডের পিথোরাগড়কেও নিজেদের বলে দাবি করা শুরু করেছে তাঁরা। ইতিমধ্যে নতুন মানচিত্রের খবরটি সে দেশের শিক্ষামন্ত্রী গিরিরাজ মনি পোখারেল নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যমে।

বিতর্কিত এলাকা কালাপানিকে নেপালের অংশ বলে চিহ্নিত করেছেন শিক্ষামন্ত্রী নিজেই। নেপালের পাঠ্যবইতে মোট ভূখণ্ড উল্লেখ করা হয়েছে 1,47,641.28 স্ক্যোয়ার কিলোমিটার। এর মধ্যে শুধু কালাপানি এলাকাটি 460 স্ক্যোয়ার কিলোমিটার বলে জানা গেছে। অন্যদিকে নেপালের মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে সে দেশে নতুন এক টাকা এবং দু’টাকার কয়েন তৈরি করতে, যার মধ্যে নেপালের নতুন মানচিত্র থাকবে বলে জানা যাচ্ছে। দশেরার দিনে নতুন কয়েন প্রকাশ হবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নতুন মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক ক্রমশ তিক্ততার দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। নেপালের নতুন মানচিত্র এবার ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নেপাল শুধু ভারতেই নয়, গুগল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও ওই মানচিত্র পাঠাবে নেপাল, যাতে সবার হাতে নতুন মানচিত্র পৌঁছায়। নতুন মানচিত্রে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা এই তিনটি জায়গা অধিগ্রহণ করেছে নেপাল। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, ইংরেজিতে নেপাল ইতিমধ্যেই ওই ম্যাপ প্রকাশ করেছে। নতুন ম্যাপ সমস্ত সরকারি দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে কাঠমান্ডু দাবি করেছে, 1816 সালে ইঙ্গ নেপাল যুদ্ধের পর সুগৌলি চুক্তি অনুসারে লিম্পিয়াধুরা কালাপানি এবং লিপুলেখ পুরোপুরি নেপালের, ভারতের নয়। আর তাই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ভারত চীন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যথেষ্ট আলোড়ন চলছে। এর মধ্যেই নেপাল যেভাবে উঠে পড়ে লেগেছে ভারতের সঙ্গে সংঘাতে যাবার জন্য তা যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, নেপালেও অভ্যন্তরীণ রাজনৈতিক বিবাদ চলছে এই নিয়ে। অতএব এই জটিল পরিস্থিতি সামলাতে নেপাল এবং ভারত কি পদক্ষেপ গ্রহণ করে, সে দিকেই নজর থাকছে সমস্ত আন্তর্জাতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!