দিলীপের ধাঁচে এবার বিরোধীদের মেরে হাড়গোড় ভাঙার নিদান দিলেন বাঙালি গেরুয়া নেতা জাতীয় July 24, 2018 রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিএম সম্পর্কে প্রকাশ্যে হিংসাত্মক মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়লেন গেরুয়া শিবিরের এক সদস্য। রবিবার দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় বিজেপি যুবমোর্চার সন্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই বক্তব্য পেশ করতে গিয়ে আগাগোড়া আক্রমনাত্মক ছিলেন মোর্চার রাজ্য সম্পাদক জয়লাল দাস। তিনি বলেন, “সরকারের বিরুদ্ধে চক্রান্ত করলে, প্রতিরোধ করুন। প্রয়োজন হলে হাড়গোড় ভেঙ্গে দিন, তবু সিপিএম-কে ঘুরে দাঁড়াতে দেবেন না।” এখানেই শেষ নয়। সভায় উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কার্যত নির্দেশের সুরে তিনি জানান, অদূর ভবিষ্যতে রাজ্যে, পুর-পঞ্চায়েত বা লোকসভা নির্বাচনে বাম শিবির থেকে যেন কোনো মনোনয়ন পেশ না হয় সেইদিকে নজর রাখতে। এদিনের অনুষ্ঠানের এই ভাষনের আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। ভিডিও প্রকাশ হতেই রাজ্য জুড়ে শুরু হয় তুমুল বিতর্ক। প্রতিবেশী রাজ্যের যুব নেতার এই বিতর্কিত বক্তব্যের বিষয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। ত্রিপুরার বিজেপি যুবমোর্চার সভাপতি টিঙ্কু রায়কে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, “আমি আগরতলায় ছিলাম না। আজকেই ধর্মনগর থেকে এসেছি। ওর সঙ্গে ফোনে কথাও হয়নি। সামাজিক মাধ্যমের এই সব দেখে কিছু পরিষ্কার হওয়া যায় না। এখানে যে কেউ এডিট করে অনেক কিছু দিয়ে দিতে পারে। দেখা হলে জিজ্ঞেস করব বিষয়টি নিয়ে।” এই বক্তব্যের তীব্র সমালোচনা করে রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ত্রিপুরার প্রাক্তন শাসক দল সিপিএম। ঘটনায় সিপিএম-এর পশ্চিম ত্রিপুরার জেলা সম্পাদক পবিত্র কর ক্ষোভ প্রকাশ করে বলেন , “আমরা ওদের চ্যালেঞ্জ করছি লাল পতাকা মুছে দেখাক। এই পতাকা মোছার ক্ষমতা হিটলালেরও হয়নি। এই কণ্ঠস্বর যুবমোর্চার হলেও আসলে বিজেপিরই।” আপনার মতামত জানান -