এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবারো প্রাণের হুমকির অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন হাসিন জাহান ,জানুন বিস্তারিত

আবারো প্রাণের হুমকির অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন হাসিন জাহান ,জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আবারও হুমকির অভিযোগ তুলে কোর্টের দ্বারস্থ হলেন হাসিন জাহান। তবে এটা প্রথম না, এর আগেও রাম মন্দির প্রতিষ্ঠার সমর্থনে কথা বলায়, প্রথমে ট্রোল হলেও পরে সোশাল মিডিয়ায় সরাসরি ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন বলে দাবি করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই পরিস্থিতিতে তিনি দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে। ইনস্টাগ্রামে মোদী ও অমিত শাহের উদ্দেশ্যে পোস্টও করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে সেই সঙ্গে রাজ্য সরকারের ওপরও তিনি আস্থা রেখেছেন বলেই জনিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও এই ঘটনার নিষ্পত্তি করার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। সব কিছুর উর্ধ্বে যে মানুষই আসল এবং ভারত যে সর্বধর্ম সমন্নয়ের বার্তাই দেয়, সেই কথাই তিনি জানিয়েছেন সোশাল মিডিয়ায়।

তবে এতদিন সেই ঘটনা আর সামনে না আসলেও, তা যে নিষ্পত্তি হয়নি, সেই কথাই জানা গেছে। সম্প্রতি তিনি আবারও আদালতের দারস্থ হয়েছেন বলে জানা যায়। আর সেই মামলায় পুলিশকে হাসিনের নিরাপত্তা নিশ্চিত করারই নাকি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে পুলিশের কাছে এক মাসের মধ্যে রিপোর্টও চাওয়া হয়েছে বলেও জানা গেছে। সম্প্রতি, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হাসিনের আইনজীবী আদালতের কাছে জানান যে, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ঘিরে তাঁর মক্কেলকে অনেকদিন থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। আর এতে তাঁর মক্কেল আতঙ্কিত বোধ করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, হাসিন এই হুমকির বিষয়ে পুলিশে অভিযোগও দায়ের করেন। কিন্তু অভিযোগের পরেও পুলিশ নাকি এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তাই এই বিষয়ে রাজ্যের তরফে সিনিয়র আইনজীবীকেও এমনটাই বলতে শোনা গেছে। জানা গেছে পুলিশ অভিযোগ দায়ের করেছে। সেই সঙ্গে এই হুমকি নিয়ে একটি এফআইআর দায়ের করে পুলিশ ইতিমধ্যেই নাকি তদন্ত শুরু করে দিয়েছে। আদালত দু’তরফের বক্তব্য শুনে তাই পুলিশকে হাসিন জাহানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আদেশ দিয়েছেন বলেই জানা যায়। সেই সঙ্গে তাঁর জীবন ও সম্পত্তির যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নিল, তারও একটা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে বলেই জানা গেছে। একমাস পরে এই মামলার ফের শুনানির দিন ঠিক করা হয়েছে। আর তার মধ্যেই পুলিশকে সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমে জন্ম হওয়া এই বঙ্গ কন্যা শামির সঙ্গে বিয়ের আগে পেশাদারী মডেল ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর, ২০১৪ সালে তিনি ভারতীয় ক্রিকেট খেলোয়াড়কে বিয়ে করেন এবং পরে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর ২০১৮ সালের মার্চ মাসে তিনি তাঁর স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে খবরের শিরোনামে আসেন। মহম্মদ শামির বিরুদ্ধে পরকীয়া, একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক এমনকি ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ আনেন তাঁর স্ত্রী হাসিন জাহান। মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে। তাঁর দাদার বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগও সামনে আসে। এরপরই তাঁকে নিয়ে শুরু হয় জল্পনা। সোশ্যাল মিডিয়ায় তিনি ও তাঁর বৈবাহিক জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে এর মধ্যেই আবারও এমন ঘটনা আপাতত বেশ কঠিন পরিস্থিতির মধ্যেই তাঁকে ফেলেছে বলেই মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!