এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু ফ্যাক্টর? নন্দীগ্রামে গিয়ে প্রমাণ দিল তৃণমূল! জেনে নিন!

শুভেন্দু ফ্যাক্টর? নন্দীগ্রামে গিয়ে প্রমাণ দিল তৃণমূল! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান শুভেন্দু অধিকারী। পরবর্তীতে 2021 সালের নির্বাচনে এই নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিরোধী দলনেতা হন তিনি। বর্তমানে সরকার পক্ষের অস্বস্তি প্রতিমুহূর্তে বাড়িয়ে দিচ্ছেন শুভেন্দুবাবু। মুখে তৃণমূল কংগ্রেস যতই বলুক শুভেন্দু অধিকারী তাদের কাছে ফ্যাক্টর নয়, কিন্তু এবার নন্দীগ্রামের শহীদ দিবসের কর্মসূচিতে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী যে ফ্যাক্টর, তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেতা তাপস রায়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে যারা ভুল বুঝে বিজেপিতে চলে গিয়েছিলেন, তাদের তৃণমূলে ফিরে আসার বার্তা দেন তাপসবাবু। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে একা করে রাখার কথাও বলতে দেখা যায় এই তৃণমূল নেতাকে।

সূত্রের খবর, এদিন নন্দীগ্রামে তৃণমূলের পক্ষ থেকে শহীদদের প্রতি সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাপস রায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভুল করে, ভুল বুঝে, দূরে না থেকে তৃণমূলে ফিরে আসুন। ওকে একা করে দিন।” একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী যে তাদের কাছে যথেষ্ট ফ্যাক্টর, তা নিজের এই বক্তব্যের মধ্য দিয়েই বুঝিয়ে দিলেন তাপসবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি নন্দীগ্রামে শুভেন্দুবাবু বিজেপিতে যোগদান করার পর তৃণমূলের অনেকেই যে বিজেপিতে চলে গিয়েছেন, তাও তাপসবাবুর এই বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গেল। আর সেই কারণেই তিনি শুভেন্দু অধিকারীকে একা করে দেওয়ার বার্তা দিয়ে যারা তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন, তাদের ফিরে আসার কথা বললেন। যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব‌ মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!