সব পুলিস, সরকারি কর্মচারীর হিসেব রাখছি, পরে হিসেব বুঝে নেব: লকেট চ্যাটার্জী বিশেষ খবর রাজ্য December 15, 2017 সবং উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত চড়ছে রাজনৈতিক পারদ। বিজেপি যে এক ইঞ্চিও জমি শাসকদলকে ছাড়বে না তা আবারো পরিষ্কার করে দিল। আর এবার শাসকদলের সঙ্গে সঙ্গে বিজেপি নেতাদের তরফে প্রচ্ছন্ন ‘হুমকি’ গেল নির্বাচন কমিশনের উদ্দেশ্যেও। আজ কলকাতায় আয়োজিত এক জনসভা থেকে একের পর এক হুঙ্কার ছোড়েন বিজেপি নেতারা। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায় বলেন, নির্বাচন কমিশনারের বায়োডেটার দিকে নজর রাখা হচ্ছে। কোথায় কোন পদে ছিলেন, কী করছেন, আমরা সবটাই জানি। এরপর তাঁর সুরেই সুর মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, সব পুলিস, সরকারি কর্মচারীর হিসেব রাখছি, পরে হিসেব বুঝে নেব, বাহিনী ঠিকমত ব্যবহার না করলে পথে নামবে বিজেপি। আপনার মতামত জানান -