এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জনসংযোগ বাড়াতে এবার তৃণমূলের নয়া কর্মসূচি, শীতের সকালেই শুরু ‘ ‘মর্নিং মিট’।

জনসংযোগ বাড়াতে এবার তৃণমূলের নয়া কর্মসূচি, শীতের সকালেই শুরু ‘ ‘মর্নিং মিট’।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কড়া নাড়ছে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন।যার ফলে প্রায় শিরে সংক্রান্তি অবস্থা রাজ্যের শাসকদল তৃণমূল সহ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের। এর উপরে কুরে কুরে খাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা শাসক দল তৃণমূলকে। তবে, এবার সবকিছু ঝেড়ে ফেলে আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জনসংযোগ বেড়াতে কোচবিহার জেলায় শাসক দল তৃণমূল বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। জনসংযোগ বাড়াতে জেলা যুব তৃনমূলের পক্ষ থেকে মর্নিং মিট নামে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো।

কোচবিহার যুব তৃনমূলের এই বিশেষ কর্মসূচি গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হল। গতকাল কোচবিহার শহরে এই কর্মসূচি পালন করা হলো। এই কর্মসূচিতে কোচবিহার জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক শাসক দলের অন্যান্য বেশকিছু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। আজ শনিবার মর্নিং মিট কর্মসূচী পালিত হল তুফানগঞ্জ পুরসভা এলাকায়, জেলা যুব তৃনমূলের নেতৃত্বে। যেখানে উপস্থিত ছিলেন যুব তৃনমূলের বিভিন্ন নেতাকর্মী।

এদিকে সামনেই দীপাবলি, ভাইফোঁটার মতো অনুষ্ঠান। ভাইফোঁটার পর আবার এই কর্মসূচি পালন করা হবে কোচবিহার জেলার দিনহাটা, মাথাভাঙ্গা, হলদিবাড়ি, মেখলিগঞ্জ পুরসভাতে যুব তৃণমূলের উদ্যোগে, এমনটাই জানাচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন স্থানে প্রথম দিনের কর্মসূচিতে জেলা তৃণমূল নেতৃত্ব উপস্থিত থাকবেন। আবার এর সঙ্গে সঙ্গেই স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা সকাল বেলা রাস্তায় নেমে এই কর্মসূচি পালন করবেন বিভিন্ন দিনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী বিধানসভা ভোটের লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে শাসকদল তৃণমূল। বাসিন্দাদের মন জয় করে জনসংযোগের উদ্দেশ্যেই তৃণমূলের এই কর্মসূচি। তবে এ প্রসঙ্গে কোচবিহার জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানালেন যে, সারা বছর ধরেই মানুষের পাশে থেকে তাঁরা কাজ করেন। করোনা পরিস্থিতি আরও বেশি করে মানুষের পাশে রয়েছেন তাঁরা। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা বাসিন্দাদের কথা শুনছেন, পুর পরিষেবা থেকে শুরু করে কারোর কোন সমস্যা থাকলে তার খোঁজ নিচ্ছেন তাঁরা। আর তাতে সাড়াও দিচ্ছেন মানুষ। তবে, তৃণমূল সংগঠনের একাংশের খবর, আগামী বিধানসভা নির্বাচনের উদ্যেশে জনসংযোগ বাড়াতেই এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে তৃণমূল।

তবে, তৃণমূলের এই মর্নিং মিট কর্মসূচি প্রসঙ্গে বিজেপির যুব মোর্চার নেতারা জানালেন যে, এই কর্মসূচি পালন করে কোন লাভ হবে না তৃণমূলের। এই প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সভাপতি অজয় সাহা জানালেন যে, শহর হোক কিংবা গ্রাম, মানুষ যে তৃণমূলের পাশ থেকে সরে গেছে, তা গত লোকসভা ভোটেই স্পষ্ট হয়ে উঠেছে। আগামী বিধানসভা ভোটের আগে দিশেহারা হয়ে এমন সব কর্মসূচি পালন করছে তৃণমূল। কিন্তু, তাতে তৃণমূলের কোন লাভ হবে না বলেই তাঁর দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!