এখন পড়ছেন
হোম > জাতীয় > পরিস্থিতি বদলে গেল কয়েক ঘন্টাতেই! হাসপাতাল জানিয়ে দিল প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি

পরিস্থিতি বদলে গেল কয়েক ঘন্টাতেই! হাসপাতাল জানিয়ে দিল প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই ভর্তি আছেন দিল্লির সেনা হাসপাতালে। মাথায় অস্ত্রপচারের পর তিনি সংজ্ঞাহীন তিনি, তার উপর তিনি করোনা সংক্রামিত। তাই তাঁকে নিয়ে যখন চিন্তিত তাঁর অনুগামী সহ সকল দেশবাসী, সেই পরিস্থিতিতেই প্রণব বাবুর শারীরিক অবস্থার উন্নতির কথা জানা গিয়েছিল। কিন্তু বেলা গড়াতেই তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত আজ বুধবার সকালে টুইট করে নিজের পিতার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লিখেছিলেন, ” প্রণব মুখোপাধ্যায় ভাল আছেন।” পিতার শারীরিক অবস্থার ক্রমোন্নতির কথা জানিয়ে তিনি টুইটারে আরো লিখেছিলেন, “ আপনাদের সকলের প্রার্থনা এবং চিকিৎসকদের চেষ্টায় আমার বাবা এখন স্থিতিশীল। তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার নিয়ন্ত্রণের মধ্যেই আছে। এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা ওঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন। ”

পুত্র অভিজিৎ বাবুর কাছ থেকে আসা এই ইতিবাচক টুইট বার্তায় প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে যখন অনেকটাই আনন্দিত তাঁর অনুগামী সহ দেশবাসী, ঠিক তখনই ঘটে গেল বিরাট ছন্দ পতন। পুনরায় প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবনতির বার্তা এলো। জানা গেল, এবার তাঁর শ্বাসযন্ত্র সংক্রমিত হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহের রবিবার রাতে দিল্লিতে নিজের বাসভবনে বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মাথায় আঘাতের কারণে তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাথায় গুরুতর আঘাতের কারণে মাথায় অস্ত্রোপচার পরামর্শ দেন চিকিৎসকেরা। এই অস্ত্রোপচারের পূর্বে প্রটোকল অনুযায়ী তার করোনা টেস্ট করানো হয়েছিল। সেই টেস্টের রিপোর্টে দেখা যায় যে, তিনি করোনা সংক্রামিত।

তবে সে সময় তাঁর শরীরে কোন উপসর্গ পাওয়া যায় নি। সেসময়ে, চিকিৎসকরা জানিয়েছিলেন করোনার কারণে কোন ক্ষত বা কোনো সমস্যা তাঁর স্বাস যন্ত্রে দেখা যায়নি। তবে অস্ত্রোপচারের পর থেকে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটে। জ্ঞান হারিয়ে গভীর কোমায় চলে যান তিনি। সেই সঙ্গে শুরু হয়ে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ। এসব কারণেই, সেনা হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, তাঁকে ভেন্টিলেশনে রাখার। এরপর এক সপ্তাহ কেটে গেছে। কিন্তু ভেন্টিলেশন থেকে তিনি এখনো বের হতে পারেন নি।

আজ সকালে তাঁর শারীরিক অবস্থার উন্নতির কথা জানবার ঠিক তিন ঘন্টা পরেই এলো পুনরায় দুঃসংবাদ। দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হলো, ” প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এবার তাঁর ফুসফুসেও ছড়িয়েছে সংক্রমণ। তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টে। এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণে আছেন।”

প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার এই দুঃসংবাদে শংকিত গোটা দেশবাসি। তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেজন্য প্রার্থনা সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!