এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পৌরভোটের আগেই সতর্কবার্তা তৃণমূলের, দলীয় কর্মীদের কি নির্দেশ! জেনে নিন!

পৌরভোটের আগেই সতর্কবার্তা তৃণমূলের, দলীয় কর্মীদের কি নির্দেশ! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা বাড়তে শুরু করেছে। তবে অতীতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচনে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য প্রথম থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় স্তরে এই ব্যাপারে বার্তা দিয়েছে ঘাসফুল শিবির। আর এবার তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের সকলকে অংশগ্রহণ করার বার্তা দিয়ে দেওয়া হল। অর্থাৎ ভোটের সময় যাতে কোনোভাবেই বিরোধীদের প্ররোচনায় কেউ পায় না দেয়, সেই বিষয়টি স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন তৃনমূলের মুখপাত্র জাগো বাংলায় একটি নির্দেশিকা দেওয়া হয়। যেখানে জানানো হয়, কাজ এবং পরিষেবার ভিত্তিতে মানুষ তৃণমূলকে ভোট দেবে। তাই ভোটের সময় বাড়তি উৎসাহ কোনভাবেই দেখানো যাবে না। এমনকি বিরোধীদের প্ররোচনায় কোনোভাবেই পা দেওয়া যাবে না বলে জাগো বাংলায় জানিয়ে দেওয়া হয়েছে।

একাংশ বলছেন, যাতে বর্তমান পরিস্থিতিতে বিরোধীরা তাদের হাতে কোনো হাতিয়ার না পায়, তার জন্যই তৃণমূলের পক্ষ থেকে এই বার্তা দিয়ে দেওয়া হল। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!