এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নন্দীগ্রাম মামলা নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত হাইকোর্টের, তীব্র শোরগোল রাজনীতি মহলে

নন্দীগ্রাম মামলা নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত হাইকোর্টের, তীব্র শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রাম মামলা নিয়ে এবার বড়োসড়ো সিদ্ধান্ত নিল হাইকোর্ট। নন্দীগ্রাম মামলার শুনানিতে গতকাল বিচারপতি শম্পা সরকার নির্দেশ দিয়েছেন যে, ইলেকশন পিটিশনে দেওয়া অভিযোগের লিখিত উত্তর দিতে হবে শুভেন্দু অধিকারীকে। আগামী ১৫ ই নভেম্বরের মধ্যে একাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সেদিন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে, জানানো হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এদিকে নন্দীগ্রাম মামলা কলকাতা হাইকোর্ট থেকে অন্য কোন হাইকোর্টে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর এই মামলার শুনানি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নন্দীগ্রামের ইভিএম, ভিভিপ্যাট, ভোট গণনা কেন্দ্রের ভিডিওগ্রাফি সহ সমস্ত নথিপত্র নির্বাচন কমিশনকে সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল নন্দীগ্রাম মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী জয়দীপ কর ও বিল্বদল ভট্টাচার্য্য জানিয়েছেন যে, সুপ্রিম কোর্টে মামলা স্থানান্তরের আবেদন জানানো হয়েছে। তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। জানানো হয়েছে, হাইকোর্টের কোন বেঞ্চেই নন্দীগ্রাম মামলার নিরপেক্ষ বিচার করা সম্ভব নয়। কারণ, যেভাবে একদল আইনজীবী হাই কোর্ট চত্বরে নন্দীগ্রাম ইলেকশন পিটিশন নিয়ে সরব হয়েছিলেন। তার উল্লেখ করা হয়েছে। এরপর তিন মাস নন্দীগ্রাম মামলার শুনানি পিছিয়ে দেয়া হয়েছে।

নন্দীগ্রাম মামলার শুনানি এভাবে পিছিয়ে যাওয়ার কারণে বিপদ বাড়তে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটা মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। বস্তুত, নন্দীগ্রামকে কেন্দ্র করে নির্বাচনের পূর্ব থেকেই ছিল একাধিক নাটকীয়তা। ফল ঘোষণার দিনে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে, জানা গিয়েছিল। পরবর্তীতে জানা যায়, শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন। এরপর ভোটের ফলাফলে কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!