এখন পড়ছেন
হোম > জাতীয় > আগে চিটফান্ডের কাটমানি যেত কালীঘাটে, এখন তাহলে বুঝি আমেদাবাদে যাবে?

আগে চিটফান্ডের কাটমানি যেত কালীঘাটে, এখন তাহলে বুঝি আমেদাবাদে যাবে?


গতকাল নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের সমর্থনে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ মুকুল রায়ের খাসতালুকে দাঁড়িয়ে তাঁকে ‘চিটফান্ডের এক নম্বর চিটিংবাজ’ বলে অভিহিত করেন। মুকুল রায়কে আক্রমন করার পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসকদল বিজেপিকেও তিনি তীব্র আক্রমন করেন। গতকাল শতরূপ ঘোষ বলেন –

১. সারদাকর্তা সুদীপ্ত সেন ও রোজভ্যালিকর্তা গৌতম কুণ্ডু ছিল শোকেসে রাখা পুতুল
২. আর চিটফান্ডের আসল গোডাউন সামাল দিতেন তৃণমূলের তত্‍কালীন দুনম্বর মুকুল রায়
৩. দিদির বিশ্বস্ত যোদ্ধা মুকুল রায়ই ছিলেন চিটফান্ডের এক নম্বর চিটিংবাজ
৪. আর তাঁকেই দলের মাথায় বসিয়ে চিটফান্ডের গল্প শোনাচ্ছে বিজেপি
৫. সারদা ও নারদা দুই কেলেঙ্কারিতেই নাম জড়িয়েছিল মুকুল রায়ের, এখনও তিনি কলঙ্কমুক্ত নন
৬. সারদা চিটফান্ড ও নারদার কালিমা নিয়েই তিনি বিজেপি শিবিরে গিয়েছেন, দুর্নীতির এই নায়ককে নিজেদের দলে নিয়েছে পদ্ম শিবির
৭. আগে চিটফান্ডের কাটমানি যেত কালীঘাটে, এখন তাহলে বুঝি আমেদাবাদে যাবে?
৮. দুর্নীতির নায়ক মুকুল রায়কে দলে নিয়েছে, বিজেপিকে তো দুর্নীতির কলঙ্ক মাখতেই হবে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!