এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভায় বিজেপি কি করতে চলেছে আগাম জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

বিধানসভায় বিজেপি কি করতে চলেছে আগাম জানিয়ে দিলেন দিলীপ ঘোষ


মানবজীবনে প্রত্যেকেরই একটা নিজস্ব লক্ষ্য থাকে। মানুষের লক্ষ্য নানারকম থাকলেও রাজনীতিবিদদের লক্ষ্য থাকে ক্ষমতায় পৌঁছনো। আর এক্ষেত্রে বঙ্গ রাজনীতিতে সেনাপতি দিলীপ ঘোষের আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য করার আশা রয়েছে।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে সেই দিলীপ ঘোষের নেতৃত্বে পথ চলে বঙ্গ বিজেপি আশ্চর্যজনকভাবে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে বাংলা থেকে আঠারোটা আসন নিজেদের দখলে নিয়েছে। কিন্তু তাদের কাছে লোকসভা নির্বাচন সেমিফাইনাল। 2021 এর বিধানসভা নির্বাচনই যে তাদের কাছে ফাইনাল ম্যাচ, তা বারেবারেই নিজেদের বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন বিজেপি নেতৃত্বরা।

ইতিমধ্যেই বঙ্গ বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস 60 টার বেশি আসন পাবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু যার নেতৃত্বে বঙ্গ বিজেপি চলছে, সেই দিলীপ ঘোষ কি বলছেন! তার দিকে নজর ছিল গোটা রাজনৈতিক মহলের। অবশেষে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ঠিক কি করতে চলেছে, তা খোলাসা করে দিলেন দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর এদিন মহাত্মা গান্ধীর 150 তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধী সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে খরগপুর টাউন থেকে মকরামপুর পর্যন্ত কুড়ি কিলোমিটার পদযাত্রা করেন দিলীপ ঘোষ। আর এরই মাঝে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “2021 এ বিজেপি 200 র বেশি আসন পেয়ে বাংলার ক্ষমতায় এসেছে। কারও ক্ষমতা নেই রোখার।”

বিশ্লেষকদের মতে, এর আগে লোকসভা নির্বাচনের সময় 23 টি আসন পাবে বলে বিজেপি জানিয়ে দিয়েছিল। কিন্তু সেই 23 টি আসন তারা দখল করতে না পারলেও তার কাছাকাছি গিয়ে 18 টির মতো আসন দখল করে তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে।

তাই এবার বিধানসভা নির্বাচন তাদের কাছে যেহেতু ফাইনাল ম্যাচ, তাই সেই বিধানসভা নির্বাচনে যেন-তেন প্রকারেণ তারা ক্ষমতায় আসবেন এবং 200 টি আসন নিয়ে ক্ষমতায় আসবেন বলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য রাজ্য রাজনীতিতে তীব্র গুঞ্জন বাড়িয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে দীলিপবাবু রাজ্যজুড়ে বিজেপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ার কথা বলে এবং আগামী বিধানসভা নির্বাচনে 200 টি আসন দখল করার কথা বলে আত্মপ্রত্যয়ীর ভূমিকায় থাকলেও শেষ পর্যন্ত ভোটের ফলাফল কি হয়, এখন তার দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!