এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঝাড়গ্রামে বিজেপির রক্তক্ষরণ অব্যাহত! বাঁধ ভাঙা স্রোতের মত তৃণমূলমূখী গেরুয়া কর্মী-সমর্থকরা

ঝাড়গ্রামে বিজেপির রক্তক্ষরণ অব্যাহত! বাঁধ ভাঙা স্রোতের মত তৃণমূলমূখী গেরুয়া কর্মী-সমর্থকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত ২০১৯ সালের লোকসভা ভোটের প্রাক্কালে জঙ্গলমহলে নিজেদের ভিত্তিকে যথেষ্ট শক্তিশালী করে নিতে পেরেছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অপরপক্ষে জঙ্গলমহল থেকে ক্রমশ নিজের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর ফলেই লোকসভা ভোটে জঙ্গলমহলে চমকপ্রদ উত্থান ঘটে বিজেপির। সম্পূর্ণ জঙ্গলমহল যেন সবুজ রঙ হারিয়ে রঙে নিজেকে ঢেকে ফেলে গৈরিক চাদরে।

ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেকটি লোকসভা কেন্দ্রেই তৃণমূলকে পরাস্ত করে এক চমকপ্রদ উত্থান ঘটে বিজেপির। আর পরিবর্তন এর গড্ডালিকায় ভোর করে বহু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী নিজেদের সবুজ জার্সি পরিবর্তন করে পরিধান করে নেন গেরুয়া জার্সি । কিন্তু কয়েক মাসের ব্যবধানেই অবস্থার সম্পূর্ণ বদল ঘটতে দেখা গেল। বিজেপি ছেড়ে আবার প্রত্যাবর্তনের স্রোত তৃনমুলে।

ঝাড়গ্রাম জেলায় এই পরিবর্তনের মাত্রা সর্বাধিক। ইতিমধ্যে ঝারগ্রাম এর একটি ব্লগ থেকে প্রায় সমস্ত বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন যার সংখ্যাটা কোনভাবেই পাঁচশোর কম ছিল না। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাওয়া এই বিজেপি সদস্যরা জানিয়ে ছিলেন যে, লোকসভা ভোটের আগে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, লোকসভা ভোটের পর তারা তাদের সেই সব প্রতিশ্রুতি রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই বিজেপি দলের প্রতি একপ্রকার বীতশ্রদ্ধ হয়ে তারা দল থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন। সেই থেকে শুরু হয়েছে ঝাড়গ্রামের বিজেপি শিবিবের ক্রমাগত ভাঙ্গন। প্রতিদিন ধরে চলছে এই ভাঙ্গন।

এই প্রসংঙ্গে গতকাল শনিবারে আবার জঙ্গলমহল ঝারগ্রাম জেলা থেকে শোনা গেল বিজেপির পুনরায় ভাঙ্গনের সংবাদ। ঝাড়গ্রামে বিজেপির সংগঠনের এই ভাঙ্গন যেন এক দুরারোগ্য ক্ষত হয়ে পড়েছে, যা থেকে কিছুতেই রেহাই মিলছে ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ঝাড়গ্রামজেলার জাম্বনী ব্লকের অন্তর্গত ৭ নং অঞ্চলের খাটখুরা সংসদের অধীনস্ত বান্নাগাজাড় বুথ থেকে ৫০ টি বিজেপি সদস্যের আদিবাসী পরিবার বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেস।

সদ্য বিজেপি তৃণমূল ভুক্ত হওয়া এই নবাগত তৃণমূল সদস্যদের হাতে তৃণমূল দলের পতাকা তুলে দিলেন প্রসূন ষড়ঙ্গী ও জামবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিশীথ মাহাতো ও সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলার দুবড়া অঞ্চল প্রধান দেবেন সোরেন। গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করে বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে আশা এই নবাগতদের স্বাগত জানানো হলো তৃণমূল দলে।

আগামী বিধানসভা নির্বাচনের আগে প্রাক্কালে বারবার করে জঙ্গলমহলের বিশেষত ঝাড়গ্রাম জেলায় বিজেপির ভাঙ্গনের ফলে ক্রমশই এই অঞ্চলের বিজেপি দুর্বল হয়ে পড়ছে। অপরপক্ষে নিজেদের ব্যাপক শক্তি বৃদ্ধি ঘটাচ্ছে শাসকদল। যার একটা গুরুতর প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়তে পারে বলে, রাজনৈতিক বিশেষজ্ঞরা অভিমত জ্ঞাপন করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!