এখন পড়ছেন
হোম > জাতীয় > পাল্টে যাবে কি কর্নাটকের কুর্শির সব সমীকরণ? আজই হতে চলেছে সেই অগ্নিপরীক্ষা!

পাল্টে যাবে কি কর্নাটকের কুর্শির সব সমীকরণ? আজই হতে চলেছে সেই অগ্নিপরীক্ষা!


কর্নাটকে ইতিমধ্যেই কংগ্রেস- জেডিএস জোট সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় বসেছে ভারতীয় জনতা পার্টির ওয়াই এস ইয়েদুরাপ্পা সরকার। এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকারের সবচেয়ে বড় অবলম্বন কংগ্রেস এবং জনতা দল সেক্যুলার থেকে বেরিয়ে আসা বিক্ষিপ্ত বিধায়করা। কিন্তু এবার আগামী 9 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে 15 জন বিখ্যাত কংগ্রেস এবং জছডিএস বিধায়কদের ভবিষ্যৎ। কার্যত এই দিনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এই 15 জন বিধায়কের বিধানসভা কেন্দ্রে এই নির্বাচনের ফলাফলের উপরে যে কর্নাটকের আগামী দিনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে, সেই বিষয়ে সন্দেহ নেই পর্যবেক্ষকদের মধ্যে। নির্বাচনের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কর্নাটকের নির্বাচনী আধিকারিক জি জদিয়াপ্পা। কর্ণাটক থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি যে প্রার্থী তালিকা তৈরি করেছে, তার মধ্যে 11 জন প্রাক্তন কংগ্রেস এবং তিন জন প্রাক্তন জনতা দল সেকুলারের বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভৌগলিক দিক থেকে কর্নাটকের দক্ষিণ এবং উত্তর পশ্চিম এলাকায় এই বিধানসভা কেন্দ্রগুলি অবস্থিত। জোটবদ্ধ হিসেবে কর্নাটকে লড়াই করছে কংগ্রেস এবং জনতা দল সেক্যুলার। যার মধ্যে 12 টি আসনে জনতা দল সেক্যুলার প্রার্থী দিয়েছে এবং বাকি তিনটি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় কংগ্রেস।

তাই তিনটি আসনে কংগ্রেসের সঙ্গে সরাসরি ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দিতা চলছে এবং বাদবাকি 12 টি আসনে প্রতিদ্বন্ধিতা চলছে জনতা দল সেক্যুলার সঙ্গে। রাজনৈতিক মহল মনে করছে, এই নির্বাচনে যদি কংগ্রেস এবং জনতা দল সেক্যুলার ভালো ফল করতে পারে, তাহলে আগামী দিনে কর্নাটকে ওয়াই এস ইয়েদুরাপ্পার সরকার রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে।

কারণ মূলত বিক্ষুব্ধ কংগ্রেস এবং জনতা দল সেক্যুলার বিধায়কের সমর্থন নিয়ে গঠিত হয়েছে কর্নাটকের বিজেপি সরকার। ফলে এমত পরিস্থিতিতে আগামী দিনে কর্ণাটকের বিধানসভা উপনির্বাচনের ফলাফল ভারতীয় জনতা পার্টির পক্ষে যায় নাকি, বিরোধী জনতা দল সেক্যুলার এবং কংগ্রেস জোটের পক্ষে যায়! সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!