এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল জিতলেও ভোট বাড়ছে বিজেপির, ফের নয়া ফরমান জারি পিকের

তৃণমূল জিতলেও ভোট বাড়ছে বিজেপির, ফের নয়া ফরমান জারি পিকের

2019 এর লোকসভা নির্বাচনের পর রাজ্যের শাসক দল তৃণমূল কোনমতে নিজেদের ঘর বাঁচায়। পরিস্থিতি বিচার করে এবং আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট গুরু প্রশান্ত কিশোরের শরণাপন্ন হন। গত ছয় মাসের পর সম্প্রতি উপনির্বাচন হয় রাজ্যের তিনটি জেলায়-যথাক্রমে খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জে। ফুল মার্কস নিয়ে প্রথম পরীক্ষায় পাশ করলেও চিন্তা যাচ্ছে না টিম পিকের। কারণ, উপনির্বাচনে তৃণমূল জিতলেও দেখা যাচ্ছে, করিমপুরে বিজেপি হেরে গিয়েও ভোট বাড়িয়ে নিয়েছে 4%। আর এই নিয়ে তৃণমূল দলে নতুন ফরমান জারি করল পিকে।

উপ নির্বাচনে জিতলেও স্বস্তিতে নেই তৃণমূল। কারণ দেখা যাচ্ছে, নদীয়ার করিমপুরে বিজেপি হারলেও তাঁদের ভোট বৃদ্ধি হয়েছে। যা নিয়ে তৃণমূলের অন্দরে চিন্তার ভাঁজ। এরপরেই বৈঠক ডাকা হয় নদীয়ার তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক সাংসদদের নিয়ে আর সেখানেই শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। করিমপুর আসনটি তৃণমূলের আগে থেকেই দখলেই ছিল। এই আসনটি ছিনিয়ে নিতে এবার বদ্ধপরিকর ছিল বিজেপি। কিন্তু উপনির্বাচনের ফল বের হলে দেখা গেল খড়গপুর, কালিয়াগঞ্জ এর সাথে করিমপুরেও বিজেপি হেরে গেছে। কিন্তু তা সত্বেও বিজেপি 4% ভোট বাড়িয়েছে। এই পরিস্থিতিতে জিতেও যেমন তৃণমূলের চিন্তা যাচ্ছেনা, সেরকমই অন্যদিকে হেরেও বিজেপি শিবির যথেষ্ট খুশি।

এই পরিস্থিতিতে কর্মীসভা করা হয় তৃণমূল এর পক্ষ থেকে। সেখানে নদীয়া জেলার বিধায়ক, ব্লক টাউন সভাপতিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি প্রশান্ত কিশোরের টিম। সেখানেই জেলা নেতাদের সামনে ভোটের রেজাল্ট এর সম্পূর্ণ সমীক্ষাটি তুলে ধরেন পিকে। এবং এখানেই প্রশান্ত কিশোর বিজেপির 4% ভোট বৃদ্ধির প্রসঙ্গটি ব্যাখ্যা করেন । এরপরেই সতর্কবার্তা দেন জেলার নেতাদের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর সাথে প্রশান্ত কিশোর প্রয়োজনীয় পরামর্শ দেন নেতাদের সতর্ক থাকতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু জেলার নেতারাই নন, সতর্ক করা হয়েছে নদীয়ার মন্ত্রী বিধায়কদের ইতিমধ্যে বিতর্কিত বিধায়ক শান্তিপুরের অরিন্দম ভট্টাচার্যকেও। তাঁকে কড়া সতর্কতাবাণী দিয়েছেন তৃণমূল সভাপতি সুব্রত বক্সী। এর সাথে সাথে বিধায়ক মন্ত্রী রত্না ঘোষকেও সতর্ক করেছেন তৃণমূল রাজ্য সভাপতি। শুধু নদীয়ার নেতারা নন, বর্ধমানের নেতাদের সঙ্গেও এদিন শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্থানীয় নেতৃত্বের দলীয় কাজকর্ম ও দায়িত্বের প্রতি উদাসীনতায় রীতিমতন ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

এবারের উপনির্বাচন রাজ্যের শাসক দলের কাছে একটা প্রেস্টিজ ফাইট ছিল। কারণ, লোকসভা ভোটে তাঁরা যথেষ্ট পিছিয়ে ছিল কেন্দ্রীয় শাসক তথা বিজেপির কাছে। জোরদার লড়াইয়ের পর দেখা যায়, উপনির্বাচনে তৃণমূল তিনটি আসনে জয়লাভ করেছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উপনির্বাচনের হারের ফলে নতুন করে পুরসভা এবং 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি আবার জোরদার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে তৃণমূলও পিছিয়ে নেই। প্রশান্ত কিশোরের পরিকল্পনায় তাঁরা এগিয়ে চলেছে। এবার সামনের পুরভোট এবং বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর তাঁর ম্যাজিক দেখাতে পারেন কিনা, সে দিকেই নজর রাখবে রাজনৈতিক পর্যবেক্ষকগণ।

আমাদের নিউস কেমন লাগছে, বা নিউস সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের ফেইসবুক পেজে লিখুন

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!