এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ব্যাপক উত্তেজনা পুরুলিয়ায়, তৃণমূল-বিজেপির সংঘর্ষে

ব্যাপক উত্তেজনা পুরুলিয়ায়, তৃণমূল-বিজেপির সংঘর্ষে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের বাদ্যি বেজে উঠতেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে রাজনৈতিক সংঘর্ষ। যদিও এই রাজনৈতিক সংঘর্ষ বন্ধ করার দিকে কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন। সেরকমই নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। কিন্তু আদতে তা যে কোন কাজে লাগেনি, তা বোঝাই গেল পুরুলিয়ার ঘটনা থেকে।  পুরুলিয়ায় সভা ছিল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আর এই সভা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই পুরুলিয়া উত্তাল হয়ে উঠল বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে। জানা গিয়েছে, এদিন বিজেপির রথে যথেচ্ছ ভাঙচুর করেছে তৃণমূলের লোকজন। সেখান থেকেই সংঘাত চরম আকার ধারণ করে। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষ চরম আতঙ্কিত বলে জানা যাচ্ছে। অন্যদিকে গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপির পরিবর্তন রথযাত্রা যখন বেরিয়েছে ঠিক সেসময় ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মী সমর্থকরা রথের ওপর হামলা চালায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠতেই সাথে সাথে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অমিত মালব্য রীতিমতো টুইট করে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষমতা থাকলে বিজেপির রথযাত্রা থামিয়ে দেখাক তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।

ঘটনার প্রতিবাদে পথ অবরোধ শুরু করেছেন বিজেপি নেতা কর্মীরা। পাশাপাশি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি করেন অবরোধকারী বিজেপি নেতাকর্মীরা। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় তাঁদের জড়িত থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তৃণমূল এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দের আওতায় ফেলেছে। আপাতত ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা নিয়ে পুলিশ শুরু করেছে তদন্ত। পুরো ঘটনার ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!