এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের ‘কাটমানির’ নতুন ফর্মুলা? ত্রাণ তহবিলের নামে জোর করে মোটা টাকা আদায়? তীব্র বিতর্ক!

তৃণমূলের ‘কাটমানির’ নতুন ফর্মুলা? ত্রাণ তহবিলের নামে জোর করে মোটা টাকা আদায়? তীব্র বিতর্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এখন বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। বিরোধী পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সরকারি আবাস প্রকল্প থেকে শুরু করে 100 দিনের কাজ, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা নিচ্ছেন তৃণমূলের নেতারা। যার ফলে ব্যাপক অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।

আর গরিব মানুষদের জন্য সরকারি প্রকল্পে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে বাড়ি বানানোর উদ্যোগ নেওয়া হলেও, উপভোক্তাদের বরাদ্দ থেকে পৌরসভার ত্রাণ তহবিলের নামে মাথাপিছু 18000 টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠল। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। একাংশ অভিযোগ করছেন, এর পেছনে তৃণমূলের নেতাদের কাটমানি আদায়ের ঘটনায় জড়িত। স্বভাবতই নতুন করে তৃণমূলের বিরুদ্ধে কাটমানির নতুন ফর্মুলার অভিযোগ ওঠায় এখন ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরমহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, সবার জন্য বাড়ি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রীর খন্দকার আনসার আলী মহাকুমা শাসকের কাছে একটি অভিযোগ জানিয়েছেন। যেখানে গরিব উপভোক্তাদের কাছ থেকে ত্রাণ তহবিলের নাম করে টাকা নেওয়ার কোনো নিয়ম আছে কিনা, তার বিষয়টি জানতে চেয়েছেন। একইভাবে পৌর প্রশাসক স্বপন নন্দীর কাছেও এই ব্যাপারে জানতে চেয়ে আরটিআই করা হয়েছে।

কিন্তু কেন হঠাৎ করে এই রকম অভিযোগ সামনে এল? জানা গেছে, পল্লীশ্রীর বাসিন্দা অর্চনা অধিকারী এই প্রকল্পের অন্যতম উপভোক্তা। প্রায় তিনমাস আগে তার বাড়ি তৈরীর কাজ শেষ হয়। কিন্তু এদিন পুরসভায় পাসবুক গিয়ে তিনি দেখেন যে, তার নামে বরাদ্দ 18 হাজার টাকা থেকে পৌরসভার ত্রাণ তহবিলের জন্য বেশকিছু টাকা কেটে নেওয়া হয়েছে। যার ফলে পৌরসভাকে তিনি এই ব্যাপারে প্রশ্ন করলে সেখান থেকে জানানো হয়, সরকারি নিয়ম মেনেই এই কাজ করা হয়েছে। কিন্তু এইভাবে পৌরসভার পক্ষ থেকে একজন উপভোক্তার টাকা কাটা যায় কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তাহলে কি নতুন করে কাটমানি আদায়ের ফর্মুলা শুরু হয়ে গেল রাজ্যে! এখন তা নিয়ে পাল্টা সোচ্চার হতে শুরু করেছে বিরোধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন এভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে? পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পে উপভোক্তার বাড়ি নির্মাণের পর তার নিকাশি, রাস্তা ইত্যাদি পরিকাঠামোর জন্য পৌরসভার অবদান ধার্য হয়েছে 18000 টাকা। আর সেই টাকাই পৌরসভার নিজস্ব তহবিল থেকে না দিয়ে উপভোক্তার টাকা থেকে কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বভাবতই গোটা ঘটনায় এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আরামবাগ পৌরসভায়।

এদিন এই প্রসঙ্গে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক স্বপন নন্দীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিষয়টা আধিকারিকদের খোঁজ নিতে বলেছি।” তবে পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে, তাতে বিধানসভা নির্বাচনের আগে নতুন করে গরিব মানুষদের জন্য সরকারি প্রকল্পে বাড়ি বানিয়ে দেওয়ার কাজে যেভাবে উপভোক্তাদের কাছ থেকে 18 হাজার টাকা করে কেটে নেওয়ার অভিযোগ উঠল, তাতে নিঃসন্দেহে চাপে পড়ল পৌর কর্তৃপক্ষ এবং তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়ার কি হয়, কোন দিকে এগোয় পরিস্থিতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!