এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা ক্রমেই প্রাণ কাড়ছে মানুষের, গোদের ওপর বিষফোঁড়া অক্সিজেনের অভাব

করোনা ক্রমেই প্রাণ কাড়ছে মানুষের, গোদের ওপর বিষফোঁড়া অক্সিজেনের অভাব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার পরিস্থিতি মারাত্মক অবস্থায় পৌঁছে গিয়েছে। রেকর্ডহারে সংক্রমণ এবং মৃতের সংখ্যা বেড়ে চলেছে। তার মধ্যেই যোগ হয়েছে প্রতিষেধকের অভাব এবং অক্সিজেনের অভাব। দিল্লিতে অক্সিজেনের যোগান নিয়ে এমনিতেই শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। ইতিমধ্যে দিল্লি এবং হরিয়ানার মধ্যে অক্সিজেন নিয়ে ব্যাপক তরজা সামনে এসেছে। অন্যদিকে অক্সিজেনের ঘাটতির 24 ঘন্টায় 25 জন রোগী দিল্লির গঙ্গারাম হাসপাতালে মারা গেলেন বলে শোনা যাচ্ছে।

ওই হাসপাতাল থেকে গতকাল সকাল আটটা নাগাদ বলে দেওয়া হয়েছিল, বড়জোর দু ঘন্টা অক্সিজেন চলবে। অন্যদিকে সূত্রের খবর, ঐ হাসপাতালে ষাটজন রোগী ভর্তি রয়েছেন। পাঁচশোর বেশি করোনা রোগী ভর্তি রয়েছেন। দেশজুড়ে শুরু হয়েছে অক্সিজেনের চরম আকাল। গত তিনদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের জন্য আর্জি জানিয়ে চলেছে। তবে গত 24 ঘন্টায় যেসব রোগীর মৃত্যু হয়েছে তাঁদের প্রত্যেকেরই যে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে যথেষ্ট দ্বিমত প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান  ডি এস রানা জানিয়েছেন, গত 24 ঘন্টায় যাদের মৃত্যু হয়েছে তাঁদের সঙ্গে অক্সিজেনের ঘাটতির কোনো সম্পর্ক রয়েছে, এরকম কোন ব্যাপার নেই। তবে অক্সিজেনের ঘাটতি হাসপাতালে আছে এবং যে শুধুমাত্র দু’ঘণ্টা চলবে সে ব্যাপারে নিশ্চিত করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, দিল্লি বর্ডারে অক্সিজেন পৌঁছেছে ও হাসপাতলে খুব শীঘ্রই চলে আসবে। আর তারপরেই জানা গেছে, অক্সিজেনের ঐ হাসপাতালে পৌঁছায়।

প্রসঙ্গত অক্সিজেনের সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিল্লির মুখ্যমন্ত্রী মনিশ সিশোদিয়া চিঠি লিখে জানান, বরাদ্দ অক্সিজেনের তুলনায় কম অক্সিজেন এসেছে। এমনকি উত্তর প্রদেশ এবং হরিয়ানাইয় অক্সিজেনের গাড়ি আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। সবমিলিয়ে শুধু দিল্লি না, গোটা ভারতবর্ষের ছবিটাই কমবেশি একইরকম। পরিস্থিতি সামাল দিতে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছেন। আপাতত সমস্যার সামলানোর জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয় সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!