এখন পড়ছেন
হোম > জাতীয় > “বিজেপি উইন-টিএমসি লস্ট” ভোটের আগেই ফল প্রকাশ দিলীপের, জোর জল্পনা!

“বিজেপি উইন-টিএমসি লস্ট” ভোটের আগেই ফল প্রকাশ দিলীপের, জোর জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই ছয় দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে বাংলায়। বাকি রয়েছে আরও দুই দফার নির্বাচন। আর তারপরেই আগামী 2 মে স্পষ্ট হয়ে যাবে, বাংলায় কারা ক্ষমতা দখল করতে চলেছে। কিন্তু তার আগেই এখন বিভিন্ন নির্বাচনী প্রচার সভা থেকে তৃণমূল থেকে বিজেপি দুই দল দাবি করছে, তারা এবার বাংলায় ক্ষমতা দখল করবে। একদল অপর দলকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। আর এই পরিস্থিতিতে ষষ্ঠ দফার নির্বাচনের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি ছবি এবং তার নিচে একটি লেখাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

যেখানে বিজেপি রাজ্য সভাপতির ট্যুইটে “খেলা শেষ” মন্তব্যের পাশাপাশি “বিজেপি উইন এবং টিএমসি লস্ট” মন্তব্য করতে দেখা গেছে। স্বাভাবিক ভাবেই নির্বাচনের ফলাফল এখনও পর্যন্ত সামনে আসেনি। কিন্তু তার আগেই কেন বিজেপির রাজ্য সভাপতি এই ধরনের দাবি করে বসলেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

সূত্রের খবর, বৃহস্পতিবার একটি ছবি টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে দেখা যায়, মাঠে একটি ফুটবল। আর তার ওপরেই ম্যাচের নির্ধারিত সময়ে 90 মিনিট বলে উল্লেখ করা রয়েছে। আর তার নিচে লেখা রয়েছে, বিজেপি উইন- টিএমসি লস্ট এবং পাশে লেখা রয়েছে খেলা শেষ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপি নির্বাচন কমিশনকে সাথে নিয়ে এবারের নির্বাচন পরিচালনা করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে তাদের সুবিধে মত নির্বাচনে সাধারণ মানুষকে প্রভাবিত করা হচ্ছে। তবে এত কিছু সত্বেও এবার বাংলার মানুষ তৃণমূলকে সমর্থন করবে বলে দাবি ঘাসফুল শিবিরের। পাল্টা যুক্তি দিচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের দাবি কোনোভাবেই এবার তৃণমূল রাজ্যের ক্ষমতা দখল করতে পারবে না। এক্ষেত্রে নানা সময় নানা সংখ্যার হিসেবে তুলে ধরে তৃণমূলকে চাপে ফেলেছে গেরুয়া শিবির। কিন্তু দুই দফার নির্বাচন যখন বাকি রয়েছে, তখন যেভাবে ট্যুইট করতে দেখা গেল স্বয়ং দিলীপ ঘোষকে, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই দিলীপ ঘোষের এই ট্যুইটকে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ। অনেকে বলছেন, কিভাবে দিলীপ ঘোষ আগে থেকেই জেনে গেলেন বিজেপি জয়লাভ করবে? তাহলে কি তাদের কাছে অত্যাধুনিক মেশিনারি রয়েছে? আর সেই ক্ষমতা বলে তারা এই ধরনের ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? পর্যবেক্ষকদের মতে, নিঃসন্দেহে দিলীপ ঘোষের এই টুইট কিছুটা হলেও গুঞ্জন বাড়িয়ে দিল। তবে দলীয় কর্মী সমর্থকদের পরবর্তী দফাগুলোর আগে উজ্জীবিত করতেই দিলীপ ঘোষ এই ধরনের টুইট করেছেন বলে মনে করছেন একাংশ।

আবার অনেকে বলছেন, পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা বুঝতে পারে, তারা কেমন ফলাফল করবে। তাই ফলাফলের আগে তাদের কনফিডেন্ট প্রকাশ্যে আসে। এক্ষেত্রে বিজেপি ভালো ফলাফল করবে বলে নিশ্চিত দিলীপবাবু। আর তাই তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে এবং বিজেপির জয়লাভ করছে বলে টুইট করতে দেখা যাচ্ছে তাকে। সব মিলিয়ে দুই দফার নির্বাচনের আগেই দিলীপ ঘোষের এই টুইট ভোটবাক্স খোলার পর হুবহু মিলে যায় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!