এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আদালতে আবার মুখ পুড়লো রাজ্য সরকারের

আদালতে আবার মুখ পুড়লো রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাইকোর্টে আবার আদালতে মুখ পুড়লো রাজ্য সরকারের। প্রাথমিক টেট সংক্রান্ত মামলায় জয়ী হলেন মামলাকারী চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আজ শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত মামলাকারীরা তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। আগামী রবিবার সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে টেট পরীক্ষার আয়োজন করতে হবে রাজ্যকে।

গতকাল প্রাথমিক টেট পরীক্ষার বিষয়ে একটি বিশেষ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই মামলার শুনানি চলে। প্রসঙ্গত, গত ২০১৭ সালের মে মাসে প্রাইমারি টেট পরীক্ষার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। কিন্তু অভিযোগ উঠেছে, সে পরীক্ষা নেওয়া হয়নি। এরপর ২০১৭ সালের অক্টোবর মাসে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের সময় বেশকিছু পরীক্ষার্থী পরীক্ষায় বসার অনুমতি চেয়ে ছিলেন, তাঁদেরকে পরীক্ষায় বসার ব্যবস্থা করতেই দ্বিতীয়বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে, এরপরেও পরীক্ষা নেয় হয়নি। এবার আবার প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করছে সরকার। গত ২৩ সে ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। যেখানে জানানো হয় যে, আগামী ৩১ সে জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষা নেয়া হবে। এরপরই আদালতের দ্বারস্থ হন বেশকিছু পরীক্ষার্থী।

প্রশিক্ষণ নেওয়া এই পরীক্ষার্থীরা জানিয়েছেন যে, এনসিটিইর পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিবছর টেট পরীক্ষা নেয়া হবে। কিন্তু রাজ্য সরকার তা করেনি। এছাড়া তাদের প্রশিক্ষণ নেওয়া রয়েছে, তাই তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবি করেছেন তাঁরা। এরপর এ বিষয়ে বিশেষ নির্দেশ দেয় আদালত। আদালতের পক্ষ থেকে জানানো হয় যে, আজ বিকেল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র মামলাকারীদের আবেদনপত্র জমা নিতে হবে রাজ্য সরকারকে। তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। ফলে বিশেষ উপকৃত হচ্ছে তাঁরা।

অন্যদিকে, করোনা সংক্রমণ কালে টেট পরীক্ষাতে সরকার যাতে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মানে, সে বিষয়ে আদালতে এক মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করতে হবে রাজ্য সরকারকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!