এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার তৃতীয় ঢেউয়ের জল্পনার মাঝেই পাওয়া গেল নতুন রোগের সন্ধান

করোনার তৃতীয় ঢেউয়ের জল্পনার মাঝেই পাওয়া গেল নতুন রোগের সন্ধান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা দেশ। বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ মাত্রাছাড়া উদ্বেগ বাড়িয়েছে। করোনার রাশ টেনে ধরতে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য শুরু করেছে লকডাউন। পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে চলছে আংশিক লকডাউন পরিস্থিতি। ফলে বেশ কিছুদিন যাবৎ সংক্রমণের গ্রাফ কিছুটা পড়তির দিকে। যখনই এরকম সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলার কথা, ঠিক তখনই পশ্চিমবঙ্গে নতুন একটি রোগের সন্ধান পাওয়া গিয়েছে। এবং এই রোগের শিকার হল শুধুমাত্র শিশুরা।

জানা গেছে, এই রোগটির নাম মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। সম্প্রতি ব্রিটেন এবং আমেরিকায় এই রোগের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু এবার সোজা পশ্চিমবঙ্গে এই রোগের সন্ধান মিলল। ইতিমধ্যেই পার্কসার্কাসের হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে একজন শিশু মারা গিয়েছে বলে খবর। চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের উপসর্গ অনেকটা ভয়ংকর কাওয়াসাকি রোগের মতো। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম এর আওতায় কি কি লক্ষণ পরিস্ফুট হবে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, এই রোগের লক্ষণ হিসেবে প্রথমেই জ্বর আসবে, পেট ব্যথা হবে, একইসাথে শুরু হয়ে যাবে ডায়েরিয়া, বমি। পাশাপাশি ঘাড়ব্যথা, ক্লান্তি অনুভব করা, চোখ লাল হয়ে যাওয়া হতে পারে। পাশাপাশি গায়ে র‍্যাশ দেখা দিতে পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। অনেক সময় ঠোঁট এবং মুখ নীলচে হয়ে যেতে পারে। বুকে চাপ এবং ব্যথাও অনুভব হতে পারে বলে জানা যাচ্ছে। তবে চিকিৎসকদের মতে, সব শিশুদের ক্ষেত্রে একই রকম উপসর্গ দেখা নাও যেতে পারে।

প্রসঙ্গত দেশজুড়ে চলছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এরমধ্যেই বিশেষজ্ঞরা করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে বলা হচ্ছে, করোনার তৃতীয় ঢেউয়ে মূলত শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী। যেহেতু শিশুদের এখনো পর্যন্ত কোনো প্রতিষেধক দেওয়া হচ্ছেনা, তাই তাঁদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই যেভাবে‌ শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকারক নতুন রোগের সন্ধান পাওয়া গেল, তা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!