এখন পড়ছেন
হোম > রাজ্য > বাজলো স্কুলের ঘন্টা, হাসি মুখ নিয়ে বিদ্যালয়ে পড়ুয়ারা! খুশি অভিভাবকরাও!

বাজলো স্কুলের ঘন্টা, হাসি মুখ নিয়ে বিদ্যালয়ে পড়ুয়ারা! খুশি অভিভাবকরাও!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা অতিমারির পর থেকেই শিক্ষাঙ্গন ঠিকমত সচল হতে দেখা যাচ্ছিল না। কিছুদিনের জন্য শিক্ষাঙ্গন খুললেও, আবার তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পাকাপাকি ভাবে তা খোলা হয়েছিল বটে। কিন্তু গরমের ছুটির কারণে আবার বন্ধ হয়েছিল বিদ্যালয়ের দরজা। পরবর্তীতে সেই গরমের ছুটি আবার বাড়িয়ে দেওয়া হয়েছিল। যার ফলে শিশুমনে যথেষ্ট প্রভাব পড়তে শুরু করে অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারা সকলেই চাইছিলেন, স্কুলের দরজা খুলে দেওয়া হোক। অবশেষে সরকারের বিজ্ঞপ্তির জেরে আজ থেকেই সচল হয়ে গেল রাজ্যের শিক্ষাঙ্গন।

সূত্রের খবর, সম্প্রতি রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয়, সোমবার থেকে আবার খুলে যাবে বিদ্যালয়ের দরজা। স্বাভাবিক পঠন-পাঠন শুরু হবে। আর সেই মতো করেই আজ থেকে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে শিশুদের হাসিমুখ ধরা পড়তে শুরু করেছে। এমনকি বাচ্চারা স্কুলে যাওয়ার কারণে খুশি মা-বাবারাও। সব মিলিয়ে দীর্ঘ ছুটির পর ফের সচল হলো রাজ্যের শিক্ষাঙ্গন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!