এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল-জ্যোতিপ্রিয়র দুর্নীতি-পাল্টা দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি

মুকুল-জ্যোতিপ্রিয়র দুর্নীতি-পাল্টা দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি


একসময়ে তৃণমূলের হেভিওয়েট নেতা মুকুল রায় ,আজ তৃণমূলেরই গলার কাঁটা । দুর্নীতি নিয়ে রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি চলছেই । “ওঁর বিরুদ্ধে তদন্ত হোক”-নাম না করেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এমনটাই মন্ত্যব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। বিজেপি তে যোগ দেওয়ার পর থেকে মুকুল রায় তৃণমূলের দুর্নীতির পর্দা ফাঁস করতে উঠেপড়ে লেগেছেন। কখনো অভিষেক বন্দোপাধ্যায় কখনো জ্যোতিপ্রিয় মল্লিক এইভাবেই তৃণমূলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে উঠে আসছে অভিযোগ।
৩৪ বছর বাম-রাজত্বের বিভিন্ন কেলেঙ্কারি ও দুর্নীতি প্রসঙ্গে নানা মন্তব্য করতেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় অফিস, দলীয় কর্মীদের আর্থিক দুর্নীতি থেকে পোড়া বিড়ি ,নামি সিগারেট খাওয়া সবই উঠে আসত তৎকালীন তৃণমূল নেত্রীর ভাষণে। সেই একইভাবে দল ছাড়ার পর থেকে একসময়ে দলের দ্বিতীয় পদাধিকারী মুকুল রায় অভিযোগ করেছিলেন তাঁর ওপর নজরদারি চলছে। এরই মধ্যে রাজারহাটের মুকুল রায়ের ঘনিষ্ট নেতা পৃথ্বীশ দাসগুপ্তকে আর্থিক কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার করে সিআইডি। খোঁজখবর শুরু হয় মুকুল রায়ের ছায়াসঙ্গী সুজিত শ্যামকে নিয়েও। শুধু নিজের জেলা উত্তর ২৪ পরগনায় নয়, একাধিক জেলায় মুকুল রায় ঘনিষ্ট অনেক নেতাই দলে নিজেদের গুটিয়ে নিয়েছেন বলে খবর। আর তাদের বিরুদ্ধে চলছে নজরদারি। দল ছাড়ার আশঙ্কায় এবার সেইসব নেতার বিরুদ্ধেই উঠে আসছে নানা অভিযোগ। বিজেপি সূত্রের খবর, কারা দল ছাড়তে পারেন এবং দল ছাড়লে কি প্রভাব পড়তে পারে তা নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ কমিটি তৈরি হয়েছে। উত্তর ২৪পরগনা জেলায় এই ধরণের কমিটিতে রয়েছেন পার্থ ভৌমিক, অর্জুন সিং, রথীন ঘোষ এবং নির্মল ঘোষ। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা জেলার জেলার যুব তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক দুর্নীতি নিয়ে তোপ দেগেছেন।তাঁদের অভিযোগ, ২০১২-১৩ সালে মুকুল রায় ও তাঁর আত্মীয়রা ৪ টি কোম্পানির মালিক হয়েছেন। মুকুল ঘনিষ্ঠরা কি ভাবে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, তা নিয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানানো হয়েছে। তদন্ত প্রসঙ্গে মুকুল রায় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম না করে পাল্টা চ্যালেঞ্জের সুরে বলেছেন, আগে ওঁর দুর্নীতির তদন্ত হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!