এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ভোট কুশলী পিকেকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

ভোট কুশলী পিকেকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসকদল তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা ভোট কুশলী পিকে গতকাল একটি টুইট করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে দু অংকের আসনসংখ্যা পেরোতে ঘাম ছুটে যাবে বিজেপির। তিনি আরও জানিয়ে ছিলেন যে, বিজেপি যদি এর চেয়ে বেশি ভালো ফল করে, তবে এই জায়গা ছেড়ে দেবেন তিনি। আজ প্রশান্ত কিশোরের এই মন্তব্যের পর, তাঁকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, বিজেপির অঙ্ক যাই হোক না কেন, চাকরি যাবে প্রশান্ত কিশোরের।

আজ মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে চা চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকেই ভোট কুশলী পিকেকে প্রবল আক্রমণ করলেন তিনি। তিনি জানান যে, বিজেপি দুই বা তিন যে অঙ্কই পাক না কেন, চাকরি চলে যাবে প্রশান্ত কিশোরের। তাই তিনি আগে থেকেই তা গেয়ে রেখেছেন। তিনি টাকা নিয়েছেন, তাই তাঁকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হবে।

আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা সম্পর্কে গতকাল একটি টুইট করে বিজেপিকে বিদ্ধ করেছিলেন ভোট কুশলী পিকে। যে টুইটে তিনি জানিয়েছিলেন যে, বিজেপিকে সাহায্য করছে কিছু সংবাদমাধ্যম। যারা ফুলে-ফেঁপে খবর দেখাচ্ছে। কিন্তু সত্যিটা হলো, আগামী নির্বাচনে দুই অঙ্কের সংখ্যা পেরোতেও যথেষ্ট কষ্ট করতে হবে বিজেপিকে। তাঁর এই টুইট তিনি সেভ করে রাখতে বলেছিলেন। তিনি আরও জানিয়েছিলেন যে, বিজেপি এর চেয়ে যদি ভালো ফল করে তবে, এই জায়গা তিনি ছেড়ে দেবেন । আগামী বিধানসভা ভোটে বিজেপিকে ১০০ টি আসন পেতেই যথেষ্ট বেগ পেতে হবে বলে দাবি করেছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে তৃণমূলের বেশ কিছু নেতা, বিধায়ক তৃণমূলে টিমপিকের বাড়বাড়ন্ত নিয়ে ও টিম পিকের কার্যকলাপ নিয়ে অভিযোগ করেছিলেন। এই প্রসঙ্গ তুলে পিকেকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন যে, কুৎসা প্রচার করছেন প্রশান্ত কিশোর। নেগেটিভ প্রচার করে তিনি বিজেপির চরিত্রহনন করছেন। বিজেপিকে বদনাম করার চেষ্টা করছেন। আবার, গতকাল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ যোগ দিয়েছেন শাসকদল তৃণমূলে। যে ঘটনায় যথেষ্ট উচ্চসিত তৃণমূল শিবির। তবে এই ঘটনায় বিজেপিতে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিকে নির্বাচনের প্রাক্কালে চলছে তৃণমূল সরকারের দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তৃণমূল সরকারের এই কর্মসূচিকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, সরকারের টাকাতে মোচ্ছব করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন তৃণমূল কর্মীদের খাওয়া দাওয়ার জন্যই সমস্ত টাকা ব্যবহার করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!