এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পিকের ক্যালকুলেশন ভুল? তৃণমূলকে নতুন অক্সিজেন দিয়ে বড়সড় ঘোষণা অনুব্রতর, চাপ বাড়ল বিজেপির?

পিকের ক্যালকুলেশন ভুল? তৃণমূলকে নতুন অক্সিজেন দিয়ে বড়সড় ঘোষণা অনুব্রতর, চাপ বাড়ল বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত পরশুদিন আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল সম্পর্কে একটি টুইট করেছিলেন ভোট কুশলী পিকে। যেখানে তিনি দাবি করেছিলেন, আগামী বিধানসভা নির্বাচনে দু অংকের বেশি আসন জিততে পারবে না বিজেপি। তিনি যদি ভুল বলে প্রমাণিত হন, তবে টুইট করা ছেড়ে দেবেন তিনি। গতকাল তিনি আবার চ্যালেঞ্জ করেছিলেন যে, তাঁর কথা যদি ভুল বলে প্রমাণিত হয়, তবে তিনি কাজ ছেড়ে দেবেন তিনি। এরপর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা যাই হোক না কেন, বিজেপি চল্লিশের কোঠা পার করতে পারবে না।

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্যের শাসক দল তৃণমূলের দাপুটে নেতা হিসেবে পরিচিত। ইতিপূর্বে বেশ কয়েকবার তিনি চরাম চরাম, গুড় বাতাসা, শুটিয়ে লাল করে দেবো ইত্যাদি মন্তব্যে ঝড় তুলেছিলেন রাজ্য রাজনীতিতে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি চল্লিশের কোঠাও পার করতে পারবে না বলে তিনি বুঝিয়ে দিলেন যে, তৃণমূলের একের পর এক ভাঙ্গন ঘটলেও তাঁর আত্মবিশ্বাসে কোনরকম চিড় ধরে নি। তাঁর কথায়, ” পিকে তো অনেক বেশি বলেছেন। আমি বলছি, বিজেপি-র আসনসংখ্যা ৪০-ও পেরোবে না।’’ এর সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করেছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে বিজেপির ফলাফল সম্পর্কে টুইট করার পর পিকেকে কটাক্ষ করে ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপির সুনামি চলছে, তাতে সরকার গঠনের পর দেশের একজন ভোট কৌশলীর সংখ্যা কমে যাবে। অন্যদিকে এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, ” খুব খুশি যে এমন একজন বিশেষজ্ঞ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। কোন বিশ্বে বাস করেন উনি? তৃণমূল ওঁকে কী খাবার খাওয়ায়? সবচেয়ে ভাল বিষয় হল, ২০২১ আসুক, দেখবেন না থাকবে সাপ (তৃণমূল), না বাজবে (পিকে-র) বাঁশি। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের এই ঘোষণা শোরগোল ফেলে দিল রাজ্য রাজনীতিতে। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আরও জানিয়েছেন যে, আগামী ২৯ সে ডিসেম্বর বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল হবে, সেই মিছিলে আড়াই লক্ষ লোক হবে ও ১০০০ বাউলকে আনা হবে সেখানে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে, অমিত শাহ যেখানে রোড শো করেছেন, তৃণমূল সেখানেই কেন মিছিল করছে? এর উত্তরে অনুব্রত মণ্ডল জানালেন, ‘‘এটা ওঁর ঘর নাকি? ঘর তো আমার। আমার ঘরে আমিই কাজ করব। ঘর তো আমারই তৈরি!’’

অনুভূত মন্ডল চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন যে, বীরভূম জেলার কোন মহকুমায় স্বরাষ্ট্রমন্ত্রী যে সময় সভা করবেন সেই একই সময়ে সেখানে করা মুখ্যমন্ত্রীর সভায় অনেক বেশি জনসমাগম হবে। তিনি জানিয়েছেন বোলপুরে আড়াই লক্ষ মানুষ হবে, সিউড়িতে হবে আড়াই লক্ষ মানুষ, রামপুরহাটে তিন লক্ষ মানুষ হবে। আর তা যদি তিনি করে না দেখাতে পারেন, তবে রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। তাঁর ঘোষণায় যথেষ্ট উজ্জীবিত শাসকদল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!