রাজারহাটে সিপিএমের মিছিলে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে রাজ্য January 20, 2018 আজ সিপিএমের মিছিলে তৃণমূলী হামলায় রণক্ষেত্র পরিস্থিতির তৈরি হল রাজারহাটে । সিপিএম সুত্রে খবর আজ তৃণমূলের সন্ত্রাস এবং বিজেপির সম্প্রদয়ীক রাজনীতির বিরুদ্ধে একটি মিছিলের আয়োজন করে। আজ সকাল ১১ টা নাগাদ মিছিল শুরু হয় প্রায় ৫ কিমি হেটে মিছিল এসে পৌঁছায় খড়িবাড়িতে । দলীয় সুত্রে জানানো হয় এখানে কিছুক্ষন থেকে একটি পথসভাও করা হয় । সেই সভায় বক্তৃতা দেন গৌতম দেব। সভায় উপস্থিত সিপিএম কর্মীদের অভিযোগ যে হঠাৎই দল বেঁধে তৃণমূল সমর্থকরা সভায় ঢুকে পড়ে সিপিএম কর্মীদের মারধর শুরু করে । কিল-চড়ের সাথে লাঠি দিয়েও মারা হয় বলে অভিযোগ সিপিএম কর্মীদের। সাথে চলে ইটবৃষ্টি। দলীয় সুত্রে জানা গেছে বেশ কয়েকজন কর্মা-সমর্থকরা এতে গুরুতর আহত হন। এছাড়াও সিপিএম সমর্থকরদের আরও অভিযোগ যে তারা যে বাসে করে মিছিলে এসেছিল সেই বাসও ভাঙচুর করে তৃণমূল কর্মীরা। এছাড়াও দেগঙ্গার দিক থেকে আসা বেশ কিছু বাসেও ভাঙচুর চালায় তৃণমূল তাতে আহতও হয় বেশ কয়েকজন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতারা তাঁরা বলে, “দলের ভাবমুর্তি নষ্ট করতে এই অভিযোগ।” আপনার মতামত জানান -