মদন মিত্রকে কি একেবারেই দল থেকে বাদ দিলেন নেত্রী জল্পনা তুঙ্গে রাজ্য January 20, 2018 দল থেকে প্রায় সরেই গেছেন , দলের বড়সড় তো নয়ই ছোট কোনও দায়িত্বও তাঁর কাঁধে নেই, শুধু তাই নয় কোনও এলাকাও এখন আর তার খাসতলুকের তালিকায় নেই। তিনি তৃণমূলের এক সময়ের দাপুটে নেতা মদন মিত্র। এখন তিনি বঞ্চিত হলেন তাঁর গত ভোটে জেতা বিধানসভা কেন্দ্র কামারহাটির সাংগঠনিক পদ থেকে। সারদা মামলায় অভিযুক্ত হওয়ার পর দীর্ঘ দিন জেলেছিলেন তিনি , সম্প্রতি জামিন পেয়ে দল থেকে আর পুরনো সমাদর ফিরে পাননি তিনি কোনও বিশেষ পদই দল তাকে দেয়নি। কিন্তু মুক্তির পর নিজে চেষ্টা করে কামারহাটিতে তাঁর হৃত গৌরব ধরে রাখার জন্য সংগঠন তৈরিতে ব্যস্ত ছিলেন তিনি। তা সত্বেও পঞ্চায়েতের আগে দল থেকে তেমন কোনও সাড়া পাননি। সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কোর কমিটির বৈঠকেও আমন্ত্রণ পেলেন না প্রাক্তন মন্ত্রী। পরিসংখ্যন বলছে শেষ বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনায় বিধান সভা কেন্দ্র ছিল ৩৩ টি যার মধ্যে ৬ টি শাসকদল আসন ধরে রাখতে পারেনি। দলীয় সুত্রে খবর গত ৫ জানুয়ারী বিধানসভায় জয়ী-বিজিত সকল প্রার্থীকে নিয়েই জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বৈঠক ডাকেন তাতেও ডাক পড়েনি মদন বাবুর। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দমদমের বিজিত প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, বাগদার উপেন বিশ্বাস , উত্তর বসিরহাটের এ টি এম আবদুল্লা প্রমুখ। এদিন বৈঠকে সকলের হাতে ভোটার তালিকা তুলে দেয় জেলা সভাপতি। সেই তালিকায়ও পয়নি মদন বাবু। যদিও এবিষয়ে মদন মিত্রর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর আগামী দিন নিয়ে দলের অভ্যন্তরে তাঁর অনুগামীরা চিন্তায় আছেন। আপনার মতামত জানান -