এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় দায়িত্ত্ব পেতে চলেছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল

বড় দায়িত্ত্ব পেতে চলেছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল


নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রীত্ত্ব ছেড়ে প্রধানমন্ত্রীর আসনে বসার পর গুজরাটের মুখ্যমন্ত্রীত্ত্ব গিয়েছিল নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ আনন্দীবেন প্যাটেলের কাছে। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁর কাজকর্ম নিয়ে দলের নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়, এমনকি তাঁর আমলেই গুজরাতে প্যাটেল আন্দোলন দানা বাঁধতে শুরু করেছিল, যা তিনি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ। ফলে তাঁকে সরিয়ে গুজরাটের দায়িত্ত্ব তুলে দেওয়া হয় বিজয় রূপানির হাতে। কিন্তু এরপরেই আনন্দীবেন ঘোষণা করেন আর বিধানসভা নির্বাচনে লড়বেন না তিনি এবং সদ্য সমাপ্ত গুজরাট নির্বাচনে তিনি প্রার্থীও হন নি। ফলে জল্পনা তৈরি হয় তাহলে কি কোথাও তাঁর সঙ্গে দলের দুরাততো তৈরি হচ্ছে?

কিন্তু সেই সব জল্পনা দূরে সরিয়ে রেখে নরেন্দ্র মোদী-অমিত শাহ এবার তাঁকে বৃহত্তর দায়িত্ত্ব দিতে চলেছেন। সূত্রের খবর খুব শীঘ্রই তাঁকে মধ্যপ্রদেশের রাজ্যপাল করা হবে। এর আগে মধ্যপ্রদেশের রাজ্যপাল ছিলেন রাম নরেশ যাদব, কিন্তু ব্যাপম কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় তাঁকে রাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় গুজরাতের রাজ্যপাল ওম প্রকাশ কোহলিকে মধ্যপ্রদেশে রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হয়। কিন্তু স্বাভাবিকভাবে দুই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে কাজের চাপও থাকে অনেক বেশি, আর তাই সেই দায়িত্বভার লাঘব করতে আনন্দীবেনকে মধ্যপ্রদেশের স্থায়ী রাজ্যপাল করা হতে পারে বলে সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!