এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “মনোনয়ন প্রত্যাহার করতে বাড়ি বাড়ি সাদা থান পাঠানো হবে” একি বললেন শুভেন্দু!

“মনোনয়ন প্রত্যাহার করতে বাড়ি বাড়ি সাদা থান পাঠানো হবে” একি বললেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যজুড়ে মনোনয়ন জমা শুরুর প্রথম দিন থেকেই বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ তুলতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে বিক্ষোভ দেখিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে শাসক দলের পক্ষ থেকে মনোনয়ন পর্ব জমা হওয়ার পর থেকেই বিরোধী প্রার্থীদের বাড়িতে হুমকি যাবে বলে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার দাবি, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা হওয়ার পর্ব শেষ হওয়ার পর থেকেই বিরোধী প্রার্থীদের বাড়িতে সাদা থান পাঠিয়ে তাদের হুমকি দেওয়া হবে।

প্রসঙ্গত, এদিন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে বিক্ষোভ দেখানোর পরেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলেন, “আপনারা মিলিয়ে নেবেন, মনোনয়নপত্র প্রত্যাহার করানোর জন্য চাপ দেওয়া হবে এবং বাড়ি বাড়ি হুমকি দেওয়া হবে। এমনকি সাদা থান পাঠানো হবে।”

বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের পক্ষ থেকে ক্রমশ বলা হচ্ছে যে, নির্বাচনকে কেন্দ্র করে সব থেকে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে বিরোধীরা। কিন্তু বিরোধীরা অবশ্য সেই অভিযোগ অস্বীকার করছে। তবে বিরোধীরা মনোনয়ন পত্র বেশি জমা করলেও তাদের প্রার্থীদের ভয় দেখিয়ে যে তা প্রত্যাহার করার কাজ করবে রাজ্যের শাসক দল, এবার সেই ব্যাপারে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। যার ফলে তৃণমূল নেতৃত্ব অত্যন্ত চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!