এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “মমতার সঙ্গে চিটাগুরের ব্যবসা” রাজ্য-রাজ্যপালের সমঝোতাতেই কমিশনার রাজীব! বিস্ফোরক শুভেন্দু!

“মমতার সঙ্গে চিটাগুরের ব্যবসা” রাজ্য-রাজ্যপালের সমঝোতাতেই কমিশনার রাজীব! বিস্ফোরক শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহা দায়িত্ব নেওয়ার পরেই তার সমালোচনায় মুখর হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজ্যে যখন মনোনয়ন পত্র ঘিরে অশান্তি চরমে, ঠিক তখন সেই নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নির্বাচন কমিশনারের চিটাগুড়ের ব্যবসা রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, রাজ্যপালের সঙ্গে সমঝোতা করেই রাজীববাবুকে নির্বাচন কমিশনার করা হয়েছে বলেও দাবি করলেন তিনি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এই নির্বাচন কমিশনারকে বলে কিছু লাভ নেই। নিজেদের লড়াই নিজেদেরকে লড়ে নিতে হবে। একে বলা আর শূন্য আকাশের দিকে তাকিয়ে কথা বলা, দুটো একই। ইনি হচ্ছেন মমতা ব্যানার্জির খাস লোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিটাগুড়ির ব্যবসা রয়েছে। রাজ্যপালের সঙ্গে সমঝোতা করে তাকে নির্বাচন কমিশনার করা হয়েছে।”

বলা বাহুল্য, কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী রাজ্যপালের পক্ষ থেকে এই নির্বাচন কমিশনারের পদ নিয়ে সবুজ সংকেত দেওয়ার পর অসন্তোষ প্রকাশ করেছিলেন। বুঝিয়ে দিয়েছিলেন, রাজ্যপাল ঠিক কাজ করেননি। আর এবার মনোনয়ন পর্ব ঘিরে যখন অশান্তি চরমে, ঠিক তখনই আরও একবার গোটা ঘটনায় রাজ্যপালকে চাপের মুখে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি রাজ্য সরকারের কথা মতোই যে চলবে রাজ্যের নির্বাচন কমিশন, সেই কথা বুঝিয়ে দিলেন তিনি। যার ফলে একদিকে রাজ্য সরকার এবং অন্যদিকে রাজভবন এবং তার সঙ্গে নির্বাচন কমিশন, প্রত্যেকেই চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!