এখন পড়ছেন
হোম > রাজনীতি > মনোনয়নে চরম অশান্তি, নোটিশ পাচ্ছেন রাজীব সিনহা! দিল্লিতে তলব!

মনোনয়নে চরম অশান্তি, নোটিশ পাচ্ছেন রাজীব সিনহা! দিল্লিতে তলব!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মনোনয়ন পর্বকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হতে শুরু করেছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। বিরোধীদের অভিযোগ, মনোনয়ন জমা দিতে গেলেই তাদের প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। অনেক জায়গায় হামলা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে মনোনয়ন পর্বে অশান্তি এবং সবথেকে বেশি তপশিলি জাতির প্রার্থীদের প্রতি হামলার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ দিতে চলেছে এসসি কমিশন। যারফলে আগামী দিনে বড় চাপের মুখে পড়তে হতে পারে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।

সূত্রের খবর, এদিন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার রাজ্যে লাগাতার নির্বাচনে মনোনয়ন পর্ব জমাকে কেন্দ্র করে এসসি প্রার্থীদের ওপর হামলার অভিযোগের সরব হন। যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাংলায় 20 শতাংশ এসসি সম্প্রদায়ের মানুষ রয়েছেন। আর নির্বাচনকে কেন্দ্র করে তাদের ওপর লাগাতার হামলা হচ্ছে। তাই এর পরিপ্রেক্ষিতে নোটিশ দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় এসসি কমিশন। যার ফলে অতি দ্রুত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে দিল্লিতে তলব করা হতে পারে বলে খবর।

বিশেষজ্ঞদের মতে, বাংলায় নির্বাচনে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে এমনিতেই চাপের মুখে নির্বাচন কমিশন। প্রতিমুহূর্তে বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে এসসি সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনাকে হাতিয়ার করে রাজ্য নির্বাচন কমিশনারকে নোটিশ দিতে চলেছে জাতীয় এসসি কমিশন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!