এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রী ও অভিষেকের উদ্দেশ্যে অশালীন মন্তব্যের জের, বিতর্কে বিজেপি প্রার্থীর পত্নী, রিপোর্ট তলব কমিশনের

মুখ্যমন্ত্রী ও অভিষেকের উদ্দেশ্যে অশালীন মন্তব্যের জের, বিতর্কে বিজেপি প্রার্থীর পত্নী, রিপোর্ট তলব কমিশনের


বিষ্ণুপুরের বিদায়ী তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই সেই সৌমিত্র বাবুর পাশাপাশি তার স্ত্রী সুজাতা খাঁও শাসকদলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নানা মন্তব্য করতে থাকেন। এদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সেই সৌমিত্র খাঁকে বিজেপির তরফে প্রার্থী করা হলে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা সমর্থনে প্রচারে এসে সেই সৌমিত্রবাবুকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “5 বছর খালি বালি আর বউ নিয়েই বসে ছিল। কোন কাজ করেনি। তাই দিল্লিতে আপনারা শ্যামল সাঁতরাকে পাঠান। এখানকার বিজেপি প্রার্থী শ্বশুরবাড়িতেই থাকুক।”

পাল্টা সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ বলেন, “সৌমিত্র বউ নিয়ে থাকতে পারে ঠিকই, তবে বউকে দিয়ে সোনা পাচার করায় না।” আর এরপরই বুধবার বাঁকুড়ার ওন্দার একটি নির্বাচনী জনসভা থেকে ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো তথা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কড়া ভাষায় আক্রমণ করেন সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী একজন ডাইনি। তিনি মুখ্যমন্ত্রী নন মূর্খমন্ত্রী। এই মূর্খমন্ত্রী এবং তার ভাইপো মিলে বাংলাকে ছারখার করে দিচ্ছেন। অভিষেকের জিভ টেনে ছিড়ে কুকুরকে খাইয়ে দেব। পিসির বাইরে ওর কোনো পরিচিতি নেই।” এদিকে সুজাতা খার এহেন অশালীন মন্তব্যের জেরে এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। জানা গেছে, তাকে শোকজও করা হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!