এখন পড়ছেন
হোম > Uncategorized > পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ করতে কড়া দাওয়াই মমতার, একি বললেন মুখ্যমন্ত্রী!

পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ করতে কড়া দাওয়াই মমতার, একি বললেন মুখ্যমন্ত্রী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি চুরির অভিযোগকে সামনে এনে প্রচারে বাজিমাত করতে চাইছে। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে তৃণমূলের নেতারা যেভাবে কাটমানি চাইছেন, সেই বিষয়টিকে তুলে ধরছে ভারতীয় জনতা পার্টি। তবে এবার সেই বিষয়ে নির্বাচনী প্রচার সভা থেকে কড়া দাওয়াই দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে পঞ্চায়েতে তীক্ষ্ণ দৃষ্টি রাখার কথা জানিয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, কেউ যদি সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য কারওর কাছ থেকে টাকা নেন, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোর কথাও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন জলপাইগুড়ির সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। যেখানে তিনি বলেন, “স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী, কোনো সরকারি প্রকল্পে টাকা দিতে হয় না। আর যদি কেউ টাকা চায়, যদি কেউ বলে যে, আমাকে দিন, আমি করে দেব। তাহলে বলবেন যে, এক পয়সাও দেব না, সরাসরি দিদিকে বলে দেব। সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে অভিযোগ জানাবেন।”

বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট যে, গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দিতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কেউ বা কারা অর্থ নিয়েছে। আর সেই অভিযোগ পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। যার কারণে এবার পঞ্চায়েতের প্রচার থেকে যাতে কেউ প্রকল্পের সুবিধে নেওয়ার জন্য কাউকে টাকা না দেন, সেই বিষয়ে সাধারণ মানুষকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেউ যদি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কারওর কাছ থেকে টাকা চান, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে অভিযোগ জানানোর কথাও বলেন বাংলার প্রশাসনিক প্রধান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!