এবার গৌড় এক্সপ্রেসে প্রায় সর্বস্ব খোয়ালেন বিধায়ক,প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে রাজ্য December 1, 2017 গৌড় এক্সপ্রেসের এ ওয়ান কোচে বালুরঘাট থেকে কোচের ১৩ ও ১৪ নম্বর বার্থে কলকাতায় ফিরছিলেন আরএসপির বিধায়ক বিশ্বনাথ চৌধুরী। রাতে বর্ধমান থেকে ব্যান্ডেলের মধ্যে নিরাপত্তারক্ষীরা যখন রাথরুমে যান সেই সময়ের মধ্যেই বিশ্বনাথ চৌধুরীর ব্যাগের ১২ হাজার টাকা, দরকারি কাগজপত্র এবং বিধানসভার পরিচয়পত্র খোয়া যায় বলে জানা গিয়েছে। এওয়ানের মতো কোচে চুরির ঘটনায় রেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও গৌড় এক্সপ্রেস শিয়ালদহতে পৌঁছনোর পরে জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বিশ্বনাথ চৌধুরী। এমন ঘটনা রেলের নিরাপত্তার ওপর বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। আপনার মতামত জানান -