এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার নিশ্চিত চাকরির দাবী নিয়ে কৃষকবন্ধু প্রকল্পের সহায়ক কর্মীরা শোভনদেব চ্যাটার্জ্জীর বাড়ির সামনে বিক্ষোভে সামিল

এবার নিশ্চিত চাকরির দাবী নিয়ে কৃষকবন্ধু প্রকল্পের সহায়ক কর্মীরা শোভনদেব চ্যাটার্জ্জীর বাড়ির সামনে বিক্ষোভে সামিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চাকরির দাবি নিয়ে খোদ কৃষি মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এবার কর্মীরা। আর তাই নিয়েই তীব্র অস্বস্তি রাজ্য সরকারের অন্দরে। বর্তমানে যেখানে চাকরি বাঁচানোই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক সেসময় চাকরির দাবি নিয়ে কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখালেন একদল কৃষক বন্ধু সহায়ক কর্মী। তাঁদের দাবি, একদিকে যেমন চাকরির নিশ্চয়তা,  পাশাপাশি তাঁদের যোগ্য মর্যাদা দিতে হবে বলেও জোর আওয়াজ তুলেছেন কৃষক বন্ধু সহায়ক কর্মীরা। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে।

কৃষকবন্ধু প্রকল্পের কাজে মোট 780 জন কর্মী রয়েছেন। তাঁদের প্রত্যেকের দাবি, সরকারি কর্মচারীদের মতন যোগ্য মর্যাদা দিতে হবে তাঁদেরকেও। পাশাপাশি চুক্তিভিত্তিক সমস্ত কর্মীদের কাজের নিরাপত্তাও দিতে হবে। এবং 60 বছরের চাকরির নিশ্চয়তা দাবি করেছেন তাঁরা এবং সবকিছু মিলিয়ে তাঁরা অভিযোগ তুলেছেন, নির্বাচনের আগে শাসক দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চুক্তিভিত্তিক সমস্ত কর্মীদের নিশ্চিত চাকরি দেওয়া হবে। অন্যদিকে এ ব্যাপারে শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, চুক্তিভিত্তিক কর্মীদের অবশ্যই বড় ভূমিকা রয়েছে কাজের ক্ষেত্রে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তাদেরকে নিশ্চিত চাকরি দেওয়ার ব্যাপারে এই মুহূর্তে রাজ্য সরকারের কিছু করার নেই। এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী আরো জানান, গোটা রাজ্যে সরকারের যত স্কিম চলছে, তাহলে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে এই দাবি তৈরি হবে যা মেনে নেওয়া কার্যত এই মুহূর্তে অসম্ভব। রাজ্য সরকারের আর্থিক ক্ষমতাও সেরকম নেই। তবে কৃষি মন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি ব্যাপারটি খতিয়ে দেখবেন বলে। তিনি জানান, কৃষক বন্ধুর ডেটা তৈরি করতে চুক্তিভিত্তিক কর্মীদের ভূমিকা যেমন রয়েছে, দপ্তরের কাজেও এদের সব সময় প্রয়োজন পড়ে।

তাই তাঁদের জন্য কিছু করা যায় কিনা তা ভেবে দেখছেন কৃষিমন্ত্রী। অন্যদিকে বাড়ির সামনে বিক্ষোভ করা নিয়ে কৃষিমন্ত্রী নিজের ক্ষোভ আড়াল করতে পারেননি। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে কেউ দেখা করতে চাইলে তিনি বাড়িতে ডাকেন। এক্ষেত্রে যেভাবে কর্মীরা বাড়ির সামনে কৃষক বন্ধু  সহায়ক প্রকল্পের কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন তা ঠিক নয়। কার্যত কৃষক বন্ধু ও সহায়ক কর্মীদের দাবি কতটা রাখতে পারেন কৃষিমন্ত্রী সেটাই এখন দেখার। তবে এটা নিশ্চিত যে রাজ্যে নতুন চাকরির পরিস্থিতি এই মুহূর্তে নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!