এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রতারণা মামলায় জামিন মিললেও মিলল না স্বস্তি রাখাল বেরার, পাল্টা চ্যালেঞ্জ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের

প্রতারণা মামলায় জামিন মিললেও মিলল না স্বস্তি রাখাল বেরার, পাল্টা চ্যালেঞ্জ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরা পুলিশের হাতে প্রতারণার অভিযোগে ধরা পড়ায়। মানিকতলা থানায় রাখাল বেরার বিরুদ্ধে একের পর এক প্রতারণার মামলা দায়ের করা হয়। আর এই নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয় তীব্র চাঞ্চল্য। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর দফায় দফায় জেরা করা হয় রাখালকে এবং তখনই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাখালের জবানীতে বলে পুলিশের দাবি। এহেন রাখালকে আদালতে তোলা হলে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে সম্প্রতি তাঁকে জামিন দেওয়া হয়। খুব স্বাভাবিকভাবেই হাইকোর্টের রায় নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।

এরপর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার। কার্যত বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি শুভাশীষ দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা কলকাতা হাইকোর্টে। রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই রাখাল বেরা। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ প্রতারণা মামলায় রাখাল বেরাকে জামিন দেওয়ার পাশাপাশি এই মামলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তীকালে রাখাল বেরার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে আগে আদালতের অনুমতি নিতে হবে পুলিশকে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া রাখালের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের করতে পারবেনা পুলিশ। আর এই রায়ের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার দ্বারস্থ হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কার্যত সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রাখালের বিরুদ্ধে। অন্যদিকে রাখালের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রাখাল বেরাকে জামিন দেওয়ায় কার্যত শুভেন্দু অধিকারী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। রাখাল বেরা যেহেতু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত, তাই অনেকেই মনে করেছিলেন রাখালের বিরুদ্ধে যদি হাইকোর্ট শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কার্যত শুভেন্দু অধিকারীকেও স্ক্যানারের তলায় পড়তে হবে। আপাতত এরকম কিছু হচ্ছেনা। তবে অস্বস্তি একটা রয়েই গেল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দায়ের করা মামলার ভিত্তিতে এবার রাখাল বেরা সম্পর্কে কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!