এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তর কন্যা ও করুণাময়ী থেকে বিকাশভবন PRT স্কেলের দাবিতে পথে নামলো প্রাথমিক শিক্ষকরা

উত্তর কন্যা ও করুণাময়ী থেকে বিকাশভবন PRT স্কেলের দাবিতে পথে নামলো প্রাথমিক শিক্ষকরা


পুরোনো স্কেলে বেতন পাওয়া নিয়ে রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকের মনে জাগছে ‘বঞ্চনার’ ক্ষোভ। আর এই নিয়েই আজ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা ইউইউপিটিএ আজ উত্তর কন্যা ও করুণাময়ী থেকে বিকাশভবন মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৫,০০০ জন শিক্ষক -শিক্ষিকা। সংগঠনটির দাবি ছিল, প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কেন্দ্রের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী হচ্ছে, এমনকি প্রাথমিক শিক্ষকদের জন্য ট্রেনিংও আবশ্যিক করে দেওয়া হয়েছে – অথচ, বেতন দেওয়ার বেলায় দেওয়া হচ্ছে পুরোনো স্কেলে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে সংগঠনের আরো দাবি যে, ভারতবর্ষের প্রতিটি রাজ্যে প্রাথমিকে নিয়োগ হয় এনসিটিই নিয়ম মেনে, উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০% নম্বর ও ২ বছরের ডিএলএড কোর্স। বেতনও দেওয়া হয় সেই যোগ্যতা অনুযায়ী – সারা ভারতবর্ষেই পিআরটি স্কেল মেনে বেতন দেওয়া হয়, ব্যতিক্রম শুধুমাত্র পশ্চিমবঙ্গ। নিয়োগ এনসিটিই নিয়ম মেনে হলেও বেতন দেওয়া হয় মাধ্যমিক যোগ্যতার।
সাথেই তাদের অভিযোগ যে, বর্তমানে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের ‘পে ইন দ্য পে ব্যান্ড’ ৫৪০০ – ২৫,২০০ টাকা ও ‘গ্রেড পে’ ২,৬০০ টাকা। যেখানে কেন্দ্রের ষষ্ঠ বেতন কমিশনের বেতন কাঠামো অনুযায়ী ‘পে ইন দ্য পে ব্যান্ড’ ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা ও ‘গ্রেড পে’ ৪,২০০ টাকা। সংগঠনটির বিস্ফোরক দাবি, সবচেয়ে লজ্জার বিষয় হল – ভারতীয় রেলের একজন সাফাইকর্মীর বেতন যেখানে ২৯,৩৯০ টাকা, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের একজন প্রাথমিক শিক্ষকের বেতন মাত্র ১৯,৩০৬ টাকা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!