এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > Breaking News ,শুরু হলো ভারত-ব্রিটেন বিমান পরিষেবা, বাড়ছে আতঙ্ক

Breaking News ,শুরু হলো ভারত-ব্রিটেন বিমান পরিষেবা, বাড়ছে আতঙ্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনার ভ্যাকসিন হাতে পাবার যখন একাধিক সুখবর আসতে শুরু করেছে দেশে, ঠিক সে সময়ই আতঙ্ক ছড়াচ্ছে শুরু করেছে করোনার নতুন স্টেন। যার প্রাদুর্ভাব ঘটেছে ব্রিটেনে। এই স্টেন করোনার পুরোনো স্টেনের তুলনায় ৬০ % অধিক সংক্রামক। করোনার নতুন স্টেন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে বৃটেনের সঙ্গে ভারতের বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল গত ২৩ সে ডিসেম্বর থেকে। এরপর আবার বিমান পরিষেবা শুরু হলো বৃটেনের সঙ্গে ভারতের কিছু শর্তসাপেক্ষে। আজ এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিমান ২৫৬ জন যাত্রীকে নিয়ে
লন্ডন থেকে দেশে ফিরে এলো।

এদিকে দেশে করোনার নতুন স্টেনে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। এখনো পর্যন্ত দেশে করোনার নতুন স্টেনে আক্রান্তের সংখ্যা ৮২ তে পৌঁছেছে। যে কারণে গত মাসের ২৩ তারিখ থেকে বিমান পরিষেবা বন্ধ ছিল ইংল্যান্ড ও ভারতের। কিছুদিন আগে আজকের দিন থেকে ইংল্যান্ডের সঙ্গে ভারতের বিমান পরিষেবা চালু করার ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী ভারতের অসামরিক বিমান চলাচলের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বৃটেনের সঙ্গে ভারতের বিমান পরিষেবা চালু হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত পরশুদিন ভারত থেকে একটি বিমান লন্ডনে গিয়েছিল। এরপর আজ ২৫৬ জন যাত্রীকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান এসে পৌছালো দিল্লির বিমানবন্দরে। ইংলন্ডের সঙ্গে ভারতের বিমান পরিষেবা চালু হলে দেশে করোনার নতুন স্টেনে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আজ অর্থাৎ ৮ ই জানুয়ারি থেকে শুরু করে আগামী ৩০ সে জানুয়ারি পর্যন্ত ইংল্যান্ড থেকে বিমানে যারা ভারতে আসবেন, তাদের বাধ্যতামূলকভাবে নিজ ব্যয়ে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক।

সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে, বিমানযাত্রার অন্তত ৭২ ঘন্টা পূর্বে সমস্ত বিমান যাত্রীকে অনলাইন পোর্টালে সেল্ফ ডিক্লারেশন জমা দিতে হবে। সেইসঙ্গে তাদের ১৪ দিনের ভ্রমণ ইতিহাস জানাতে হবে। যাত্রীদের করোনা রিপোর্ট সঙ্গে রাখতে হবে। করোনা রিপোর্ট নেগেটিভ এলে বিমান যাত্রার ছাড়পত্র মিলবে। বিমানযাত্রার ৭২ ঘন্টা আগে করাতে হবে করোনা পরীক্ষা। প্রত্যেকটি সংস্থা প্রতি সপ্তাহে সর্বাধিক ১৫ টি বিমান চালাতে পারবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!