এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উনি সবংয়েই টের পাবেন, নাম না করে মুকুল রায়কে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

উনি সবংয়েই টের পাবেন, নাম না করে মুকুল রায়কে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর


একসময় দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে লড়াই করেছেন একসাথে। কিন্তু তারপর সময় এগিয়েছে, সেসব এখন অতীত, একজন সাংসদ পদে ইস্তফা দিয়ে দলনেত্রীর ডাকে রাজ্যে মন্ত্রীত্ত্বের গুরুদায়িত্ত্ব কাঁধে তুলে দিয়েছেন, আরেকজন দলে ক্রমশ কোনঠাসা হতে হতে শিবির বদলে আজ বিরোধী শিবির বিজেপির অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। একজন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বলায় বাহুল্য ওপর জন মুকুল রায়। মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল এবার বোধহয় সেপথ ধরবেন শুভেন্দু অধিকারীও। কিন্তু সেসব গুজবকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়ে, নাম না করে দলত্যাগী মুকুল রায়কে একহাত নিলেন তিনি। এক দলীয় জনসভার প্রকাশ্য মঞ্চ থেকে তিনি জানান –

১. দিদির উন্নয়নের রথে চড়ে ২০১৮ সালে এ জেলার সব পঞ্চায়েত দখল করতে হবে
২. সমস্ত শক্তিকে বুঝিয়ে দিতে হবে এই জেলা তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি, এই জেলায় অন্য কিছু হবে না
৩. আমাদের দেশ বহুত্ববাদে বিশ্বাস করে
৪. কিন্তু এখন দেশে সঙ্কীর্ণ রাজনীতি করা হচ্ছে, সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টাও হচ্ছে
৫. আমরা একসময়ে মাওবাদী, কিষেনজিকে রুখে দিয়েছি
৬. সুশান্ত ঘোষ, দীপক সরকার, তরুণ রায়েরা অনেক বন্দুক জমা করেছিলেন
৭. অথচ এই জেলাতেই প্রথম পরিবর্তন সূচিত হয়
৮. হালে পানি না পেয়ে সিপিএম এখন লাল জামা খুলে গেরুয়া জামা পড়ছে
৯. একসময়ে হার্মাদ বাহিনীর নেত্রী অন্তরা ভট্টাচার্য সবংয়ে বিজেপির প্রার্থী হয়েছেন
১০. এখানকার এক প্রাক্তন বিধায়ক না কি অন্য দলে গিয়েছেন
১১. আমি বলি আমরা দল করি দিদিকে দেখে, এ জেলায় তৃণমূল ছিল, আছে ও থাকবে
১২. নোটবন্দিতে কার লাভ হল? জাল নোট নষ্টের স্বপ্ন দেখানো হয়েছিল
১৩. কিন্তু বাস্তব এখন কী বলছে? জাল নোট, কালো টাকা গেল কোথায়?
১৪. এখন বিস্কুটের উপরে ১৩ শতাংশ জিএসটি, কিন্তু সোনার বিস্কুটের ওপর মাত্র ৩ শতাংশ জিএসটি
১৫. উনি (মুকুল রায়) তো অনেক কিছু বলছেন, ওকে বলব ২০১৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না
১৬. সবং উপনির্বাচন তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, সেই নির্বাচনেই উনি টের পাবেন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!