সবং জয়ের লক্ষে আজ আসরে বিজেপির শীর্ষনেতৃত্ত্ব বিশেষ খবর রাজ্য December 9, 2017 একদিকে যখন গুজরাটের বিধানসভা নির্বাচন ঘিরে পারদ চড়ছে সারা দেশে তখন বঙ্গ রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে সবং বিধানসভা উপনির্বাচন ঘিরে। হাতে আর মাত্র ১২ দিন সময় আর তাই সবং উপনির্বাচনকে পাখির চোখ করে আসরে ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপি শীর্ষনেতৃত্ত্ব। কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা সুরেশ পূজারি, তৃণমূল ছেড়ে সদ্য দলে যোগ দেওয়া মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ একঝাঁক শীর্ষ নেতার উপস্থিতিতে আজ বেলা একটায় সবং হাইস্কুল মাঠে এক বড়সড় জনসভার আয়োজন করেছে বিজেপি। সেই সভা উপলক্ষে তো বটেই, প্রচারেও পুরো সবং চোষে ফেলছেন বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য। সবং জুড়ে শাসকদলের সন্ত্রাস ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসকে সামনে রেখেই তিনি প্রচার সারছেন। অন্তরা দেবীর বক্তব্য, সবং জুড়ে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাস থেকে পরিত্রাণ চাইছে মানুষ, তাই সবংয়ে আমাদের জয় নিশ্চিত। বহু মানুষ ঘর থেকে বাইরে এসে আমাদের সমর্থন জানাচ্ছেন, আমাদের আশা সন্ত্রাস উপেক্ষা করে সবংবাসী শনিবারের সভায় যোগ দেবেন। শাসকশিবিরের দাবি অবশ্য সবংয়ে বিজেপির উপস্থিতিই নেই, বকলমে সিপিএম রাতের অন্ধকারে বিজেপির হয়ে কাজ করছে। সেই প্রসঙ্গে অন্তরাদেবী জানান, মানসবাবুরা বিজেপিকে ভয় পাচ্ছেন, তাই এ সব কথা বলছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে সবংয়ে বিজেপি আছে কি না তা উপনির্বাচনের ভোট গণনাতেই টের পাওয়া যাবে। আপনার মতামত জানান -