এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদার যুবকের রাজস্থানে খুন কাণ্ডে সব দোষ বিজেপির দাবি অভিষেকের

মালদার যুবকের রাজস্থানে খুন কাণ্ডে সব দোষ বিজেপির দাবি অভিষেকের

লাভ জেহাদের নাম করে মালদার যুবকের রাজস্থানে খুনের প্রতিবাদে তৃণমূল এর যুব সংগঠন শুক্রবার বিকেলে হাজরা মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু করে। তৃণমূলের প্রথম সারির নেতারা এতে অংশগ্রহন করেন। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন রাজস্থানে কোনো আইন শৃঙ্খলা নেই।সেখানে বিজেপি সরকার রয়েছে। এর দায় কেন্দ্রের মোদী সরকার কোনওভাবে এড়াতে পারে না। এছাড়া তিনি বিজেপিকে আক্রমণ করে এদিন বলেন যে,দিলীপ ঘোষদের অস্ত্র নিয়ে মিছিল করার পরিণাম এটা। প্রসঙ্গত এই ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।মুখ্যমন্ত্রী মৃতের পরিবারকে অর্থ ও সরকারি চাকরি দিয়ে সাহায্য করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!