এখন পড়ছেন
হোম > রাজ্য > আফরাজুলের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী,যাচ্ছেন তৃণমূলের তিন সাংসদ ও দুই মন্ত্রী

আফরাজুলের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী,যাচ্ছেন তৃণমূলের তিন সাংসদ ও দুই মন্ত্রী

রাজস্থানে খুন হাওয়া মালদার যুবকের পরিবারের পশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনা প্রকাশ্যে আসার পরেই তিনি টুইটাতে এর বিরুদ্ধে নিন্দায় সরব হন। এরপর তিনি এদিন মহম্মদ আফরাজুলের পরিবারের একজনকে চাকরি ও তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার এই কথা ঘোষণা করেন।জানা গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদহের জেলাশাসক ও পুলিশসুপার নিহতের পরিবারে যান।আফরাজুলের স্ত্রী গুলবর বিবির সাথে ফোন কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রীকে জানান,‘‘ দিদি খুনিদের যেন কঠোর শাস্তি হয় আপনি সেই ব্যবস্থা করুন ৷ আমার মেয়ে পড়াশোনা করে। আমার দুনিয়াতে কেউ নেই। আমি কীভাবে চলব ? কীভাবে থাকব ? মেয়েদের চাকরির ব্যবস্থা করে দিলে ভাল হয়… ৷ ’’ মুখ্যমন্ত্রী তাঁকে আস্বস্ত করে জানান ‘‘তোমাকে কোনও চিন্তা করতে হবে না। যা যা করার আছে, তা আমরা করে দেবো ৷ চাকরির ব্যবস্থা করা হবে। আমি চেকও পাঠিয়ে দিচ্ছি ৷ ’’ এছাড়া এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী আফরাজুলের বাড়িতে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে নিহতের স্ত্রী-র হাতে এক লক্ষ টাকা তুলে দেন।আর আজ আবার আফরাজুলের বাড়িতে যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, সাংসদ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষদস্তিদারও ৷ অন্যদিকে জানা যাচ্ছে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল আজ আফরাজুলের বাড়ি যাবে ৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!