এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking নির্বাচনের আগে আজই শেষ বাজেট তৃণমূল সরকারের! মমতার মুখ দিয়ে চমকপ্রদ ঘোষণার জল্পনা!

Big Breaking নির্বাচনের আগে আজই শেষ বাজেট তৃণমূল সরকারের! মমতার মুখ দিয়ে চমকপ্রদ ঘোষণার জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিয়মমত রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। কিন্তু এবার অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় সেই বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, বিধানসভা নির্বাচনের আগে এটাই হতে চলেছে তৃণমূল সরকারের শেষ বাজেট। আগামী দিনে যে সরকার আসবে তারা আবার নতুনভাবে বাজেট পেশ করবে। সেদিক থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের আজকের এই বাজেটের দিকে নজর রয়েছে সকলের। অনেকেই বলছেন, নির্বাচনের আগে জনসাধারনের মন পেতে বাজেটে অনেক চমকপ্রদ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্রের বদলে রাজ্য বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের সভা থেকে গরীব মানুষের জন্য এবারের বাজেট হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই নির্বাচনের আগে জনসাধারনের মন পেতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আজকের বাজেট যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। মূলত আজকের রাজ্য বাজেট থেকে একদিকে যেমন কেন্দ্রকে টেক্কা দেওয়ার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই কল্পতরু হওয়ার চেষ্টা করবেন তিনি। যার ফলে আজ রাজ্য বাজেট নিয়ে রীতিমত নানা মহলে কৌতুহল তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই বাজেট পেশের আগে ইতিমধ্যেই বিধানসভায় শুরু হয়েছে ধুন্দুমার পরিস্থিতি। প্রতিবছর বাজেটের আগে রাজ্যপালের ভাষণ থাকলেও, এবার তা বাদ দিয়ে দিয়েছে সরকার। যার ফলে বিরোধীদের কোনরূপ আলোচনার জায়গা থাকছে না। আর এই পরিস্থিতিতে বিরোধী দল বাম এবং কংগ্রেস সেই বাজেট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তবে যাতে বিরোধীরা সেই বাজেটে অংশগ্রহণ করেন, তার জন্য তাদের কাছে আবেদন করেছেন রাজ্যের পরিষদীয় দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাপস রায়। সব মিলিয়ে নতুন রাজ্য বাজেটে নির্বাচনের আগে ঠিক কী কী চমক থাকে এবং তাতে জনসাধারনের মন পেতে কতটা সক্ষম হন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!