এখন পড়ছেন
হোম > অন্যান্য > মন খারাপ করবেন না, বাবার আদর্শকে আমরা সেলিব্রেট করব, বললেন মেয়ে পৌলমী।

মন খারাপ করবেন না, বাবার আদর্শকে আমরা সেলিব্রেট করব, বললেন মেয়ে পৌলমী।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ৪০ দিনের অসম লড়াইয়ের পর শেষ পর্যন্ত হার মানলেন প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ বেলা ১২ টা বেজে ২৫ মিনিটে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুসংবাদ ঘোষণা করল বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। করোনা আক্রান্ত হয়ে গত ৬ ই অক্টোবর দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

হাসপাতালে ভর্তির কিছুদিন পর তিনি করোনা মুক্ত হন। সে সময় তাঁর অনেকে আশা করেছিলেন, এবার তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই, তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি শুরু হয়। চেতনা হারিয়ে যেতে থাকে তাঁর। কিডনিও বিকল হতে শুরু করে। এরসঙ্গেই আভ্যন্তরীণ রক্তক্ষরণ তাঁকে কাহিল করে তোলে। গত শুক্রবার থেকেই তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। এরপর থেকে ক্রমশ আরও অবনতি দেখা যায়। হাসপাতালের চিকিৎসকেরা তাঁর জন্য অলৌকিক শক্তির ওপর নির্ভর করতে বলেন। এরপরই আজ মধ্যদিনে দেহান্তর প্রবাদপ্রতিম এই অভিনেতার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুতে টুইট শোকবার্তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী চট্টোপাধ্যায় জানালেন যে, আজ বেলা দুপুর দুটোয় হাসপাতাল থেকে বের করে আনা হবে তাঁর মৃতদেহ। তারপর সেখান থেকে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে তাঁর গল্ফগ্রিনের বাড়িতে। কিছুক্ষণ সেখানে রেখে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে। এরপর দুপুর ৩:৩০ থেকে রবীন্দ্রসদনে রাখা হবে তাঁর মৃতদেহ।মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, রাষ্ট্রীয় মর্যাদায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

অভিনেতার মেয়ে পৌলমী চট্টোপাধ্যায় জানালেন, ” মন খারাপ করবেন না, বাবার আদর্শকে আমরা সেলিব্রেট করব।” সেই সঙ্গে তাদের সঙ্গে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তিনি। তবে প্রবাদপ্রতিম এই অভিনেতার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না বাঙালি সমাজ। ক্যান্সারের মতো মারণ রোগকে পরাজিত করে যিনি একের পর এক ছবি উপহার দিয়েছিলেন। অন্যান্য রোগগুলোকেও তিনি পরাজিত করতে পারবেন বলে আশা করেছিলেন সকলেই। তাঁর মৃত্যুতে একটা বড় অধ্যায়ের সমাপ্তি হলো। অপূরণীয় ক্ষতি হয়ে গেল চলচ্চিত্র জগতের। তবে বাঙালির মনে তিনি চিরকাল স্থায়ী আসন লাভ করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!